এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের ইফতারী বিতরণ

32

পুরো রমজান মাস জুড়ে নগরীর জিইসির মোড় দুইপাশে প্রথম রোজা থেকেই ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ উদ্যাগে প্রতিদিন রোজাদার পথচারীদের মাঝে শরবত, খেঁজুর ও ইফতারী বিতরণ করছে। কলেজ ছাত্রসংসদের জিএস আরশেদুল আলম বাচ্চুর সহযোগিতায় দীর্ঘ বার বছর যাবদ ধরে সাড়ে তিন থেকে চারশত রোজাদার পথচারীদের মাঝে এ বিনামূল্য শরবত, খেঁজুর ও ইফতার ব্যবস্থা করা হয়। ব্যতিক্রমধর্মীয় এ আয়োজন সম্পর্কে কলেজ ছাত্রলীগ সভাপতি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক বলেন, প্রথমে আমরা রোজা সময় পানি খাওয়ানোর ব্যবস্থা করি, কিন্তু তখন পানি খেতে পথচারীর ভয় পেতেন তারপরে বছর থেকে জামান হোটেলে মালিক সাইদুর রহমান উজ্জ্বল এক বস্তা করে চিনি দিতেন লেবু দিয়ে শরবত তৈরীর ব্যবস্থা করি তারপর থেকে আস্তে আস্তে খেঁজুর ও ইফতারে ব্যবস্থা করা হয়। কলেজের অধ্যক্ষ, ছাত্র, শিক্ষক- শিক্ষিকা কর্মচারীরা মিলে একটি ফাউন্ড তৈরী করে এ খরচ মেটানো হয়। প্রতিদিন কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা ইফতারী সময় সড়কে চলন্ত যাত্রী ও পথচারীদের কাছে শরবত, খেঁজুর ও ইফতার সামগ্রীগুলো পৌঁছে দেন। প্রতিদিনে মত গত সোমবার কলেজ ছাত্রলীগ নেতা হাসান আলী, শরফুর আনাম জুয়েল, কামরুল ইসলাম রাসেল, আব্দুল্লাহ আল নোমান, জাহেদুল ইসলাম, শাহাদাত হোসেন হিরা, ইমাম হোসেন ইমন, ইউসুফ আলী বিপ্লবসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি