এবার হাবিবুল বাশার দিবেন আইপিএলের ধারাভাষ্য

93

ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের ভেতরে সব থেকে যাকজমকপূর্ন আইপিএল। সারা বছর ধরেই মানুষের আগ্রহ আইপিএলকে ঘিরে। আইপিএলের মৌসুমের শুরুতে ধারাভাষ্যকর হিসেবে ভারতে পাড়ি জমিয়েছিলেন আতাহার আলী খান। তার পদচারণা অনুসরণ করে এবার ভারতে গেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
আইপিএল উন্মাদনা সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশেও কম হয় না। প্রতিবছর আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাকিব আল হাসান। কিন্তু এবার একটু ভিন্নভাবে আইপিএলে যোগ দান করলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। মৗসুমের শুরুতে আতাহার আলী খানকে আইপিএলের বাংলা ধারাভাষ্যের জন্য আমন্ত্রণ জানানো হয়। আর এবার আমন্ত্রণ জানানো হল বাংলাদেশের সফল অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম কর্মকর্তা হাবিবুল বাশারকেও। মাশরাফির পূর্বে তিনিই ছিলেন বাংলাদেশের সব থেকে সফল অধিনায়ক।
আইপিএলে ধারাভাষ্য দেয়ার উদ্দেশ্যে ইতোমধ্যে ভারতে পাড়ি জমিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।