এবার হবে ইউরোপিয়ান টি-২০ লিগ

46

আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ড বুধবার ইউরোপিয়ান ক্রিকেট লিগ চলতি বছরে আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। ৩০ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই আসর চলবে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে এতে অংশ নেবে তিন দেশের ছয়টি ফ্রাঞ্চাইজিভিত্তিক দল। ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপের এই তিন দেশেই।
ইউরোপিয়ান টি-২০ এই লিগের দলের নাম এবং লিগের নাম এখনও ঠিক করা হয়নি। তবে মনে করা হচ্ছে দলগুলো হবে এডিনবার্গ, স্লাসগো, ডাবলিন, বেলফাস্ট, আমস্টারডাম এবং রোটারডামভিত্তিক। প্রত্যেক দল দেশী নয়জন এবং বিদেশি সাতজন করে ক্রিকেটার কিনতে দলে রাখতে পারবে। এছাড়া একাদশে কমপক্ষে ছয়জন স্থানীয় ক্রিকেটার রাখতে হবে বলে জানানো হয়েছে।
আইসিসি নতুন এই টি-২০ লিগ চালুর পক্ষে মত দিয়েছে। এছাড়া আইসিসির পূর্ণ সদস্যদের দেশগুলোর ক্রিকেটারদের এতে অংশ নিতে বাধা নেই বলেও জানানো হয়েছে। ইউরোপিয়ান টি-২০ লিগ আলোর মুখ দেখার অপেক্ষায়। এ নিয়ে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি ওয়ারেন ডরটম বলেন, ‘খুব উচ্ছ¡সিত যে, ১৮ মাস চেষ্টার পরে এটি এখন ঠিক পথে চলছে।’