এবার ভারতে কাঠগড়ায় গুগল

48

ক্ষমতা অপব্যবহারের অভিযোগে আবারও কাঠগড়ায় উঠেছে গুগল। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের প্রাধান্য কারও অজানা নয়। আর এই প্রাধান্যই নাকি অপব্যবহার করেছে জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, সার্চ ইঞ্জিন হিসেবে নিজেদের প্রাধান্যের অপব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমে প্রতিযোগীদের ব্লক করার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমপিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)।
এর আগে ইউরোপেও নিজেদের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছিল গুগলের বিরুদ্ধে। এ কারণে ৫ হাজার কোটি ডলার জরিমানাও হয় তাদের। এবার ভারতেও একই অভিযোগে অভিযুক্ত হলো গুগল। ধারণা করা হচ্ছে, এবারও বড় অঙ্কের জরিমানা হতে পারে প্রতিষ্ঠানটির।
ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, অনেক আগেই গুগলের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এ কারণে এপ্রিলের মাঝামাঝি অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত নেয় সিসিআই। যদিও গুগলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ উঠেছে, সে সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
বিষয়টি এতদিন গোপন রাখা হলেও সম্প্রতি তা ফাঁস হয়েছে। সংশ্লিষ্টরা বলছে, তদন্ত শেষ হতে প্রায় একবছর সময় লাগবে। পূর্ণাঙ্গ তদন্তেও গুগলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে গুগলকে বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। এছাড়া সমন পাঠানো হতে পারে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের।