এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজ: স্যামি

36

অধিনায়ক হিসাবে উইন্ডিজকে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ড্যারেন স্যামি। এবার বিশ্বকাপে তাঁর ফেভারিট নিজের দেশ। তাঁর আত্মবিশ্বাসী দাবি, উইন্ডিজ জিতবে বিশ্বকাপ। এমন ভবিষ্যদ্বাণীর জন্য তিনি অদ্ভুত এক যুক্তিও দিচ্ছেন। নিজেকে বাইবেল বিশ্বাসী উল্লেখ করে স্যামি বলেছেন, বাইবেলে ৪০ সংখ্যাটি বারবার আসে এবং এই কারণেই তিনি নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপ জিতবে।
স্যামি বলেছেন, ‘৪০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছে। আমি বাইবেলে বিশ্বাস রাখা একজন মানুষ। আপনারা দেখবেন, পবিত্র এই গ্রন্থে ৪০ সংখ্যাটি বার বার আসে। আমার মনে হয়, এই কারণেই আমরা এবার বিশ্বকাপ জিতব।’ প্রসঙ্গত, ১৯৭৯ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল উইন্ডিজ। তারপর বিশ্বকাপে ক্যারিবিয়ানদের সেরা সাফল্য, ১৯৯৬ আসরের সেমিফাইনাল খেলা। দলের ভালো-মন্দ নিয়ে কথা বলতে গিয়ে স্যামি বলছেন, ‘আমাদের দলের ব্যাটিং লাইন আপ খুব ভালো। তবে আসল কাজটা করতে হবে বোলারদের। ইংলিশ কন্ডিশনে উইকেট নিতে হবে।’
প্রসঙ্গত, স¤প্রতি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচের সবকটিতেই বাংলাদেশের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩১ মে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ অভিযান শুরু করবেন গেইলরা।