এবার বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই

26

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। হ্যামিল্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই টেস্টে হারলেই সিরিজটা হাতছাড়া হয়ে যাবে। সিরিজে ফিরতে তাই জয়ের বিকল্প নেই টাইগারদের। বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগে নির্ধারিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, কিউইদের মাটিতে জয় পাওয়া সম্ভব।
এমনিতেই নিউজিল্যান্ডে বাংলাদেশের রেকর্ড মোটেই আশাপ্রদ নয়। তার ওপর ইনজুরির কারণে দলের অবস্থা টালমাটাল। একাদশ সাজানোটাই কঠিন হয়ে গেছে টিম ম্যানেজমেন্টের জন্য। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত টাইগারদের জন্য তাই ঘুরে দাঁড়ানো খুব কঠিন এক ব্যাপার। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ আত্মবিশ্বাসের সাথেই বলেছেন, ‘আমরা ম্যাচ জেতার জন্যই খেলব। মাঠে খেলতে নামলে জয় পাওয়াটাই সবচেয়ে জরুরি। সবসময় জয়ের স্পৃহা থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কিউইদের মাটিতে আট টেস্ট খেলে সবকটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে অন্য কিছু না ভেবে ইতিবাচক থাকতে চান বাংলাদেশ অধিনায়ক। আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘আমরা আক্রমণাত্মক ও ইতিবাচক ক্রিকেট খেলব। এটা আগেও বলেছিলাম আমি। এখানে শুধু খেলার জন্য মাঠে নামতে আসিনি। খুব কঠিন চ্যালেঞ্জ হলেও, আমি মনে করি নিউজিল্যান্ডে জয় পাওয়া সম্ভব। আমি বিশ্বাস করি, আমরা জিততে পারি।’
এই টেস্টে মুস্তাফিজুর রহমান ফিরছেন বাংলাদেশ দলে। উইকেট দেখে আসতে পারে আরো পরিবর্তন। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়েই সম্ভবত মাঠে নামবে নিউজিল্যান্ড। দলের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ওপেনার টম ল্যাথাম। বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, বেসিন রিজার্ভের উইকেটে প্রথমে ব্যাট করা কিছুটা কষ্টসাধ্য হবে। প্রথম টেস্টে বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করলেও দ্বিতীয় টেস্টে দলের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে টাইগাররা। তাই কিউই এ ব্যাটসম্যান বলেছেন, ‘গত ম্যাচে যা হয়েছে সেটা অতীত। সেটা ভুলে সম্পূর্ণ নতুন করে সবকিছু শুরু করতে হবে। এখানে উইকেটটা একটু সবুজাভ। তাই ঠিকঠাক পরিকল্পনা করে এগোতে হবে।’