এবার ঈদে

52

কাছাকাছি আসলো যখন সবার প্রিয় ঈদ,
নেই মোটেও বায়না তাদের,করছে না আর জিদ।
চাইছে না আর আগের মতো নতুন জামা-জুতো,
খোকার মত নীরব থাকে তারই আপন বু’তো।

বাবা তাদের চাকরি করেন, বেতনও পান ভালো,
চাওয়ার সাথেই সব দিয়ে দেন করেন না মুখ কালো।
দামি পোশাক দিয়ে তাদের হাসি ফোটান মুখে,
বন্ধু-স্বজন পেলেই তারা জড়িয়ে ধরে বুকে।

নানা পদের খাদ্যখাবার তৈরি মায়ের হাতে,
খেতো এবং বিলিয়ে দিয়ে মজাও পেতো তাতে।
এবার তাদের মন ভালো নেই তাকিয়ে লোকের দিকে,
আশেপাশের অভাব দেখে আনন্দ হয় ফিকে।

উপহারের নেই তাগিদ আর খাওয়াতে নেই ঝোঁক,
বাঁচিয়ে খরচ বিলিয়ে দেবে,পাক তা কিছু লোক।
দুস্থজনের একটু সেবায় লাগবে তারা কাজে,
দু’ভাইবোনের খুশি দেখে হাসবে বাবা-মা যে।