এফএ কাপ জিতে ম্যানসিটির ইতিহাস

28

চ্যাম্পিয়নস লিগে কখনও কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে না পারলেও পেপ গার্দিওলার হাত ধরে ইংলিশ ফুটবলে অভূতপূর্ব অর্জন করলো ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে ঘরোয়া ত্রিমুকুট জিতলো সিটিজেনরা। এই ইতিহাস গড়ার পথে শনিবার এফএ কাপের ফাইনালে ৬-০ গোলে তারা বিধ্বস্ত করেছে ওয়াটফোর্ডকে।
ওয়েম্বলিতে রহিম স্টারলিংয়ের হ্যাটট্রিকে গোল উৎসব করেছে ম্যানসিটি। এতে লিগ কাপ ও প্রিমিয়ার লিগের পর এফএ কাপেও চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো তারা। টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ গোল করার যৌথ রেকর্ডও গড়েছে গার্দিওলার শিষ্যরা। ১৯০৩ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বিউরির গোল উৎসবের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা।
২০১১ সালের পর প্রথমবার এফএ কাপ চ্যাম্পিয়ন হলো ম্যানসিটি। সব মিলিয়ে ৬ বার এই ট্রফি জিতেছে তারা।