এদেশের সনাতনী জনগোষ্ঠী সবসময়মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিয়েছেন

56

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এদেশের ধর্মীয় সংখ্যালঘু সনাতনী জনগণ ১৯৭১ সালে অনেক ত্যাগ স্বীকার করেছেন যা মুক্তিযুদ্ধকে তরান্বিত করেছে, এ পর্যন্ত যতোটি নির্বাচন হয়েছে সব সময় তারা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়েছেন। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্যে সকলের প্রতি আবেদন জানান। সংগঠনের আবায়ক ও রাউজানের পৌর মেয়র দেবাশীষ পালিতের সভাপতিত্বে, সদস্য সচিব ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদারের সঞ্চালনায় ২৬ ডিসেম্বর বিকেলে জে.এম.সেন হলে অনুূিষ্ঠত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. অনুপম সেন। অতিথি ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইন্দুনন্দন দত্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. তপন কান্তি দাশ, বর্তমান সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ইস্কন প্রবর্তকের লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী, ইস্কন বিভাগীয় শ্রীমৎ অকিঞ্চন দাস ব্রহ্মচারী, ইস্কন নন্দনকানন মুকুন্দ ভক্তিদাস ব্রহ্মচারী, মুক্তিযোদ্ধা অমল মিত্র, মুক্তিযোদ্ধা পান্টুলাল সাহা, মহানগর জন্মাষ্টমীর সাধারণ সম্পাদক রতœাকর দাশ টুনু, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসীত, বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা: অঞ্জন কুমার দাশ, অখন্ডমন্ডলীর উপাধ্যক্ষ আনন্দ মোহন রক্ষিত, চট্টগ্রাম জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, হিন্দু মহাজোটের সভাপতি অধ্যাপক ঋতেন দাশ, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পংকজ বৈদ্য সুজন, শারদাঞ্জলি ফোরামের অজিত কুমার শীল, মহানগর সৎসঙ্গের দিলীপ কান্তি দাশগুপ্ত, সনাতনের ডা: সজীব তালুকদার, দক্ষিণ জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি বাবুন ঘোষ বাবুন, উত্তর জেলা পূজা পরিষদের সভাপতি নটু কুমার ঘোষ, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দেব, জাগো হিন্দু’র জেলার সভাপতি এড. শৈবাল সেন, সনাতন বিদ্যার্থী সংসদের এড. সৌরভ পাল, মাইনোরিটি ওয়ার্কসের টিটু শীল, লোকনাথ সেবক ফোরামের শিবু প্রসাদ দত্ত, মহানগর বাগীশিকের নিখিল রঞ্জন রায়, সনাতন মৈত্রীর এড. সুব্রত শীল রাজু সহ প্রায় চট্টগ্রামের ৩৫টি ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি