এগিয়ে চলোর ভ্রাম্যমাণ ক্যাম্পে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

60

ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান! এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২২ ই জুন ২০১৯ ইং রোজ শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন পালিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে চলো’র ভ্রাম্যমান ক্যাম্পে ৬ – ১১মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ – ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রং এর ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়। সাতকানিয়া পৌরসভার মেয়র ও এগিয়ে চলো টিমের উপদেষ্টা মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে ভ্রাম্যমান ক্যাম্পের শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এগিয়ে চলো টিমের উপদেষ্টা মোহাম্মদ মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ শাহাজান, দক্ষিণ ঢেমশা ক্রীড়া পরিষদের সদস্য রাশেদুল আরেফিন জিসান, শাহ আজাদ, অন্যান্যদের মধ্যে এগিয়ে চলো টিমের উপদেষ্টা মো. কামাল উদ্দিন, ফরহাদুল ইসলাম, ডা. আবদুল বারি, টিমের সদস্য মো. মারুফ, জাহিদুল ইসলাম, মো. সাকিব, কাউছার ইকবাল গালিব, সায়েম উদ্দিন, মো. আরিফুল ইসলাম, আবু মো. ফরহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি