এখনো সেরা একাদশ খুঁজছে অস্ট্রেলিয়া

15

সহকারী কোচ ব্র্যাড হ্যাডিনের মতে চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখনো তাদের সেরা একাদশ ঠিক করতে পারেনি। টুর্নামেন্টে অস্ট্রেলিয়া এ পর্যন্ত চার জয় এবং ভারতের কাছে এক ম্যাচে পরাজয়ের পর পয়েন্ট তালিকায় বেশ শক্ত অবস্থানে আছে। তবে কয়েকটি জয় পুরোপুরি একক প্রাধান্য বিস্তার করে হয়নি মনে করা হচ্ছে। এ ছাড়া মার্কাস স্টয়নিস ইনজুরিতে থাকায় দলের ভারস্যাম্যও যথার্থ হয়নি মনে করা হচ্ছে। হ্যাডিন বলেছেন, ‘আমরা এখনো সেরা একাদশ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। মার্কাস ইনজুরিতে পড়ায় এমনটা হয়েছে এবং একজন অলরাউন্ডার কতটা গুরুত্বপূর্ণ তা অনুধাবন করছি।

যে আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে আমরা তেমন কিছু খোঁজার চেষ্টা করছি। টুর্নামেন্টের শেষ দিকে আসায় কোন কন্ডিশনের জন্য কোনটা ভাল হতে পারে এবং কোনটা আমাদের সেরা একাদশ তা বুঝতে শুরু করব।’
তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন নন বলেও জানান হ্যাডিন। তিনি বলেন, ‘খেলোয়াড়রা সেটা বুঝতে পারছে এবং আমরা সেভাবেই তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি।’