এক হাজার অসহায় ক্রীড়াবিদকে সহায়তা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

14

করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ক্রীড়াবিদদের কিভাবে সহযোগিতা করা যায় সে লক্ষ্য নির্ধারণের জন্য বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে সভায় বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে, প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের ১০০০ ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে সাহায্য প্রদান করা হবে।
সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘পুরো বিশ্ব আজ স্থবির ও আতঙ্কিত। এক সঙ্গে এত মানুষ ঘরবন্দী- এমন দূযোর্গ বিশ্ববাসী আগে দেখেছে কিনা সে টা আমার জানা নেই। এই দুর্যোগে সকল মানুষই ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্রীড়াঙ্গন তার বাইরে নয়।’ ‘এছাড়া দেশে বিভিন্ন ক্ষেত্রে সম্মানী ভাতার ব্যবস্থা আছে। ক্রীড়াঙ্গনে কেন সেই সম্মানী ভাতা থাকবে না? ৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। করোনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের প্রতিমাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা প্রদান করব। তাতে ক্রীড়াবিদরা কিছুটা হলেও উপকৃত হবে।’