এক যুগ পর সৌদি সফরে পুতিন

45

দীর্ঘ এক যুগ পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এর আগে সর্বশেষ ২০০৭ সালে দেশটি সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সোমবার রিয়াদের বিলাসবহুল রাজপ্রাসাদ আল ইয়ামামাহ প্যালেসে পৌঁছালে তাকে স্বাগত জানান সৌদি রাজা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এমন সময়ে পুতিন সৌদি সফরে গেলেন যার কিছুদিন আগে দেশটির দুই তেল স্থাপনায় হামলার পর ব্যাপক উদ্বিগ্ন হয়ে পড়ে রিয়াদ। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর দুই তেল স্থাপনায় চালানো ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এরপরই ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারে মধ্যস্থতা করতে পাকিস্তান ও ইরাকের শরণাপন্ন হন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি-ইরান বিরোধে মধ্যস্থতার ১৩ অক্টোবর তেহরান পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর একদিনের মাথায় ১৪ অক্টোবর তেহরানের ঘনিষ্ঠ মিত্র রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে নিজ দেশে স্বাগত জানান সৌদি রাজা ও যুবরাজ। সোমবার কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের পর পুতিনকে স্বাগত জানান রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর। পরে তাকে রাজপ্রাসাদ আল ইয়ামামাহ প্যালেসে নিয়ে যাওয়া হয়। তার এ সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রতীয়মান হচ্ছে। আলোচনায় ঠাঁই পাবে ইরান ইস্যু। উঠে আসবে সিরিয়া ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এ সফরের প্রাক্কালে রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন বলেন, সৌদি নেতৃত্বের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে।