এক বছর পানি পান না করেও সুস্থ এই নারী

34

পানির অপর নাম জীবন। খাবার ছাড়াও কিছুদিন মানুষ বাঁচতে পারে কিন্তু পানি ছাড়া বাঁচা সম্ভব নয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। এমনকি চিকিৎসকও রোগীর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে বেশি করে পানি পান করতে বলেন। কিন্তু ইন্দোনেশিয়ার ৩৫ বছরের এক নারী দাবি করেছেন তিনি এক বছর ধরে কোনো পানি পান করেননি এবং তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন। সফিয়া প্রতীক নামের ওই নারী জানান, এক বছর আগে থেকে শুকনো উপোষ করা শুরু করেছিলেন। আর বর্তমানে তিনি প্রতিদিন প্রায় ১৩-১৪ ঘণ্টা এই উপোষ করেন। তবে যখন তার পানীয় খাওয়ার প্রয়োজন পড়ে তখন তিনি ফলের রস খান। এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো ডট ইউকে। স্বাভাবিকভাবে মানুষের শরীরে পানির প্রয়োজনীয়তা রয়েছে।