এক কেজি আসাম-টি ৯০ হাজার টাকা!

42

প্রায় ৯০ হাজার টাকা কেজি দরে বিরল জাতের চা-পাতা বিক্রি করে এ শিল্পের ইতিহাসে নতুন করে আরেক রেকর্ড গড়েছে ভারতের আসাম।
মঙ্গলবার রাজ্যটির দিকম টি অ্যাস্টেট থেকে ‘গোল্ডেন বাটারফ্লাই’ নামে এ চা-পাতা ৭৫ হাজার রুপি দিয়ে নিলামে কিনে গুয়াহাটি চা নিলাম কেন্দ্র।
জিটিএসি বায়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনেশ বিহানি বলছেন, গোল্ডেন বাটারফ্লাই এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে আসাম শহরভিত্তিক ব্যবসায়ীদের কাছে। এর আগে কোনো চা-পাতা এতো দামে বিক্রি হয়নি।
বিরল এবং বিশেষ এই চা-পাতা জে টমাস অ্যান্ড কোম্পানির কাছে আবার বিক্রি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে কিনে এ খাতে এই নিলাম কেন্দ্রটি একটি উজ্জ্বল ভাবমূর্তির অবস্থান তৈরি করেছে। চা ব্যবসার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে জিটিএসি।
তিনি এও বলেন, চা খাতের বিদেশি বাজারে উচ্চমূল্যে বিশেষ চা-পাতা কেনায় বড়ভাবে আত্মপ্রকাশ করেছে জিটিএসি। এছাড়া এই নিলাম কেন্দ্র যারা কঠোর পরিশ্রম করে চা উৎপাদন এবং বিক্রি করছে, তাদের সুযোগ দিতে সবসময়ই আগ্রহী।
এর আগে গত ৩১ জুলাই সব রেকর্ড ভেঙে আসামের ডিব্রæগড় জেলায় হাতে তৈরি ‘মাইজান গোল্ডেন টিপস চা’ বিক্রি হয়েছিল ৭০ হাজার ৫০১ রুপি কেজি দরে। এর একদিন আগে মঙ্গলবার আবার গুয়াহাটি চা নিলাম কেন্দ্র ‘মনোহারী গোল্ড’ স্পেশাল চা কিনেছিল ৫০ হাজার রুপি কেজি দরে। বার্তা সংস্থার খবর

পাখির ধাক্কায় ভুট্টার
ক্ষেতে বিমান

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান একটি পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগার পর মস্কোর কাছে একটি ভুট্টা ক্ষেতে জরুরি অবতরণ করেছে।
এই ঘটনায় ২৩জন আহত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন বিমানটি ইঞ্জিন বন্ধ অবস্থায় অবতরণ করেছে এবং নামার সময় বিমানের চাকাগুলো খোলেনি।
ইউরাল এয়ারলাইনসের ৩২১ এয়ারবাসটি ক্রাইমিয়ার সিমফেরোপলে যাচ্ছিল। বিমানটি ওড়ার অল্পক্ষণের মধ্যেই এক ঝাঁক চিলের সাথে ধাক্কা খায় এবং ফলে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই অবতরণকে ‘রামেনস্কে অলৌকিক অবতরণ’’ বলে বর্ণনা করেছে।
বিমান সংস্থা বলেছে বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিমানটি আর উড়তে পারার অবস্থায় নেই। সরকারি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
রুশ ঐ বিমানে ২৩৩ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। বিমান পাখিগুলোকে ধাক্কা মারার পর বিমানের ইঞ্জিন সেগুলোকে ভেতরে টেনে নেয়। বিমান চালক সঙ্গে সঙ্গে বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
অজ্ঞাতপরিচয় একজন যাত্রী রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে জানান বিমানটি মাটি থেকে আকাশে ওঠার পর অসম্ভব রকম কাঁপতে শুরু করে।
‘পাঁচ সেকেন্ডে পরেই বিমানের ডানদিকে বাতি ফ্লাশ করতে শুরু করে এবং পোড়া গন্ধ বেরুতে থাকে। এরপর বিমানটি অবতরণ করে এবং প্রত্যেকে বিমান থেকে বেরিয়ে ছুটে পালায়’ বলেন তিনি।
বিমান পরিবহন সংস্থা রোজাভিয়াৎসিয়া বলছে বিমানটি ঝুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা ভুট্টা ক্ষেতে নেমেছে। বিমানের ইঞ্জিন কাজ করছিল না এবং চাকাও গুটানো ছিল।
ওসধমব পধঢ়ঃরড়হ বিমানটি অবতরণের পর যাত্রী এবং বিমানকর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। কিছু যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এবং বাকিদের আবার বিমানবন্দরে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়জানাচ্ছে বিমানটি জরুর অবতরণের পর যাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মাধ্যে পাঁচজন শিশু আছে। আহতদের মধ্যে ‘কয়েকজনের আঘাত গুরুতর, কয়েকজন মোটামুটি কম আহত হয়েছেন’ বলে মন্ত্রণালয় জানিয়েছে।
ইউরাল এয়ারলাইন্স-এর পরিচালক কিরিল স্কুরাতফ্ তাস সংবাদ সংস্থাকে বলেছেন যেসব যাত্রী তাদের গন্তব্যে যেতে চান, তাদের চিকিৎসকরা পরীক্ষা করার পর তাদের বিকল্প ফ্লাইটে যাত্রার ব্যবস্থা করা হবে।
রুশ সংবাদমাধ্যম এই ঘটনাকে ২০০৯ সালে ইউ এস এয়ারওয়ের একটি বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই যেভাবে হাডসন নদীর ওপর জরুরি অবতরণ করেছিল তার সাথে তুলনা করেছে।
বিমান চলাচলের ক্ষেত্রে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ একটা চলতি সমস্যা। আমেরিকায়বছরে কয়েক হাজার এধরনের ঘটনার খবর পাওয়া যায়। তবে পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা বা বিমানের ক্ষতির ঘটনা প্রায় বিরল। খবর বিবিসি বাংলার