একুশে ফেব্রুয়ারি

36

ওরা প্রথমে আমাদের টুঁটি চেপে ধরে
তারপর বাধ্য করতে নানা রকম চেষ্টা করে
শেষ মুহ‚র্তে বন্দুকের নল বুকে তাক করে রাখে
এতেও কাজ না হলে নির্বিচারে ফায়ার করে।

ফাগুনের মাসে অভিমানে কোকিল ডাকেনি
রক্তজবা, শিমুল ও পলাশের পাপড়িও ঝরেনি
তবুও গাঢ় লাল রঙে রঞ্জিত হয়েছিল রাজপথ
বুকের রক্তে সিক্ত হয় আমার মায়ের বাংলা ভাষা।

রক্তের দাগ শুকিয়ে গেছে, ক্ষত মুছে যায়নি
আজও নিভৃতে ঝরে বাংলা মায়ের চোখের পানি
ভুলিনি মোরা, ভুলবো না, কখনো কী ভুলতে পারি?
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।