একুশের চেতনাকে ধারণ করে স্বাধীনতা পেয়েছি

43

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গত ২১ ফেব্রূয়ারি বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রূয়ারি বিপ্লব বড়ুয়ার পক্ষে সাবেক ছাত্রনেতা জাহেদুল কবির সুমনের নেতৃত্বে লোহাগাড়া উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো ছাত্র ও যুবসমাজ। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মহিব্বুল হক, মিছবাহ উদ্দিন রাজিব, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মন্নান প্রমুখ।
উত্তর জেলা তাঁতী লীগ :
উত্তর জেলা তাঁতী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী লীগের আহব্বায়ক ফয়েজে আহমেদ বাদল,সদস্য সচিব রূপক কান্তি দেব অপু, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ সেলিম খান, লিটন কুমার দত্ত, মোহাম্মদ ইসহাক, নান্টু বিশ্বাস, সীতাকুন্ড উপজেলার আহবায়ক ইউসুফ আলী লিটন, সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, পারভেজ বাবু, সদস্য আক্তার হোসেন, ইব্রাহিম আলি তুহিন, আব্দুল আজিজ, মোহাম্মদ বাপ্পি, অনিমেষ দত্ত প্রমুখ।
রাউজান
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান উপজেলার মুন্সিরঘাটাস্থ দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত দৃষ্টিনন্দন শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। গত ২১ ফেব্রূয়ারি প্রধান অতিথি থেকে শহীদ মিনারের উদ্বোধন করেন রাউজানের এমপি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন কুমার দাশ গুপ্তের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম দাশ গুপ্তের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুণ, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোমেন, বিশু দে, পৌর কাউন্সিলর এড. সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সৈয়দ আবদুল জব্বার সোহেল, শরীফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আহসান হাবীব চৌধুরী হাসান, সমীর ভাট্টচার্য্য, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইলিয়াস, দীপক কুমার দাশ, বাবলা রানী দাশ, নাছিমা আকতার, অদিতি দাশ, সুজিত দেব প্রমুখ। পরে বিদ্যালয়ের নবনির্মিত গার্ডওয়ালের উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান প্রেস ক্লাব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেছেন রাউজান প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, বর্তমান সহ সভাপতি এম. নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক মো.হাবিবুর রহমান।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রূয়ারি রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সের ২য় তলায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, আলোকন ক্লাবের সভাপতি এহসান উল্লাহ জাহেদী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মো. এরশাদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়্যদ জুনাইদ উল্লাহ, তারেক হাসান, মো. রিফাত, আরফান গণি ফাহিম, মো. মিজানুর রহমান, আরফানুল ইসলাম আবির, কাজী শিহাব, অমিত দাশগুপ্ত, শরীফুল ইসলাম, সৈয়্যদ সালমান নূরাইন, মো. ইউসুফ, নুরুল আমিন অপু, আরিফ আহমেদ, সুদীপ্ত বড়ুয়া প্রমুখ।
মাবুদ স্মৃতি পাঠাগার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে ২১ ফেব্রূয়ারি আলোচনা সভা ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম’র সভাপতিত্বে ফাউন্ডেশন ভবনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এড. লায়ন শেখর দত্ত, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদ রাজ মোহাম্মদ আজাদ মাষ্টার, আমজাদ মেম্বার, নুরুল হোসেন লিটু, ফজলুল কবীর, ফরিদ উদ্দীন, জিয়াউদ্দীন আরিফ, মনছুর উদ্দীন, ছাবের আহমদ, শাহাদাত হোসেন প্রমুখ
বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙ্গালী জাতির অহংকার। পৃথিবীর কোন জাতি ভাষার জন্য শহীদ হয়েছেন এর কোন নজির নাই। ভাষা আন্দোলন ছিল বাঙ্গালি জাতির টার্নিং পয়েন্ট।
চন্দনাইশ উপজেলা প্রশাসন : উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২০ ফেব্রূয়ারি সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রূয়ারি সকালে উপজেলা অডিটরিয়ামে ২১ এর তাৎপর্য শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ সভা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন, আলমগীরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম বাবলু প্রমুখ। প্রধান অতিথি বলেন, একুশের চেতনাকে ধারণ করে আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি।
মহিলা আওয়ামী লীগ: চন্দনাইশ উপজেলা সাধারণ সম্পাদক শাহনাজ বেগমের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর যথাক্রমে শিরিন আকতার, কহিনুর আকতার, হাসনারা বেগম, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস, নারগিস আকতার, নিলুপা আকতার, রুমানা আকতার, ছেনোয়ারা বেগম।
আমানতছফা বদরুন নেছা মহিলা ডিগ্রি কলেজ: মহান একুশ উদযাপন উপলক্ষে আমানতছফাব বদরুন নেছা মহিলা ডিগ্রী কলেজে গত ২১ ফেব্রূয়ারি সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে এক আলোচনা সভা কলেজ অধ্যক্ষ শামিমা আকতারের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষার্থী শারমিন আক্তার, প্রভাষক ফহমিদা আক্তার, শান্তপদ বড়ুয়া, কামরুন্নেছা খানম, রফিকুল আজম চৌধুরী প্রমুখ।
সীতাকুন্ড উপজেলা প্রশাসন : সীতাকুন্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। উপজেলা সমবায় কর্মকর্তা মো. শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, উপজেলা সহকারি ভূমি রাশেদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রূয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ : উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূইয়ার সভাপতিত্বে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ দিদারুল আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আল মামুন, আলহাজ মো. ইদ্রিস, গোলাম রাব্বানি, জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ, মো. আলাউদ্দিন, সাঈদ মিয়া, রতন মিত্র, আরিফুল আলম চৌধুরী রাজু, মো. নাসিম চৌধুরী, মেজবাহ চৌধুরী প্রমুখ।
সীতাকুন্ড প্রেসক্লাব : সীতাকুন্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল সদস্যরা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী পরিচালনায় এতে অতিথি ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহ্রিুল আলম, এম হেদায়েত, এম সেকান্দর হোসেন প্রমুখ।
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ : সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে সকালে সূর্যোদয়ের সময় অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করে মহান ভাষা শহীদদের সম্মানে কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। কলেজের ছাত্রীদের জন্য আয়োজন করা হয় একুশের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এরপর সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দীন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য জনাব জাফরুল্লাহ চৌধুরী ও অধ্যাপক ইদ্রিচ মিয়া, সাতকানিয়া পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক ফরিদ আহমদ এবং অধ্যাপক আবদুচ ছবুরসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
হাটহাজারী
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এছাড়া সকাল ৯টায় কেন্দ্রে মিলনায়তনে নিবাসী শিশুদের নিয়ে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং মাতৃভাষা ও ভাষা আন্দোলন নির্ভর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া পবিত্র কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল, একুশের কবিতা আবৃত্তি, গল্প বলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে’র সঞ্চালনায় আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দিবসটি উপলক্ষে নিবাসীদের মাঝে দিনব্যাপী উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
আলিপুর রহমানের উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ : হাটহাজারী পৌরসভার আলীপুর রহমানের উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তরুণ আওয়ামী লীগ নেতা ও গভর্ণিং বডির সম্মানিত সভাপতি ওসমান কবির রাসেল। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু রায়হান চৌধুরী সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহেদ, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মামুন ও পৌরসভা আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের।
চৌধুরীহাট ওয়ার্ড আওয়ামী লীগ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা লায়ন রনধীর চৌধুরীর সভাপতিত্বে সুমন চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক লায়ন রিমন মুহুরী, কল্যাণ পাল, কৃষ্ণ বণিক, কানু দাশ, বনানী মজুমদার, উজ্জ্বল দাশ, মিন্টু ধর, বাবু সমিরন,রনি দাশ, বিপুল বণিক, বাপ্পি ধর প্রমুখ।
ফতেয়াবাদ অটো টেম্পু অটোরিক্শা আঞ্চলিক শাখা : মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে সকাল ১০ ঘটিকায় ফতেয়াবাদ অটো টেম্পো অটোরিকশা আঞ্চলিক শাখার উদ্যোগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছেন। এ সময় এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মো. ইউসুফ সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু লাইছ। প্রধান আলোচক ছিলেন চিকনদন্ডী ইউপি চেয়াররম্যান হাসান জামান বাচ্চূ। বিশেষ অতিথি ছিলেন লায়ন রিমন মুহুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলমগীর রমজান, মো. মামুন মোহাম্মদ সাবের, মোহাম্মদ লিটন, উজ্জ্বল দাশ, মো. সেকেন্দার মজুমদার, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ ফখরুল, মোহাম্মদ ইসলাম, মো. আবুল বাশার, মোহাম্মদ করিম, মো. শাহাব উদ্দিন মোহাম্মদ জনি, মো. এসকান্দর, মো. জাহেদ, মো. শাহজাহান।
উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় : হাটহাজারীর ঐতিহ্যবাহী উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান, মোনাজাত ও আলোচনা সভা গত ২১ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরখানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাঈদ সিরাজুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মু. নুরুল আলম। শিক্ষক মোহাম্মদ রফিকের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন, আজিজুল হক দৌলত, শফিকুল আলম হেলাল, শেখ মোহাম্মদ ইউসুফ, সোহরাব হোসেন, আনোয়ার তালুকদার, আলমগীর, মো. ফারুক, শাহেদুল আলম প্রমুখ।
পুরানগড় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা : মাতৃভাষা দিবস উপলক্ষে পুরানগড় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আলোচনা সভা অনুষ্ঠিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতকানিয়া পুরানগড় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রূয়ারি পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদেরহাট জেলা কমিটির সভাপতি মো. নুরুল আমিন। শিশু কিশোর মেলার সংগঠক কাউছার মো. রিফাত সভাপতিত্বে এবং আব্দুর নুর তুষার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইখতিয়ার উদ্দীন বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তারেক সিকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, তৌহিদুল ইসলাম ফরহাদ ও ফরমান সিকদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাকিব, আবু তাহের, মিসকাতুর রহমান তাজবী, আরফাতুল ইসলাম, মো. মারেফুল ইসলাম টিপু, নাওশাদুল হক টিপু, মো. সাখাওয়াত হোসেন, মো. ফয়সাল, মো. ইসফাক উদ্দীন ইনান, ইফতাক উদ্দীন নাকিব, মো. আসিফ, কামরুল হাসান, মো. জাহেদ মো. মারুফ , আকিব শিকদার, প্রনয় দাশ, রিপন দাশ, রানা দাশ, মো. আমজাদ হোসেন, মো. রিদুয়ান প্রমুখ।
জ্যোতি ফোরাম : মহান ২১ ফেব্রূয়ারি ভাষা শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাইজভান্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে প্রভাত ফেরির মধ্যদিয়ে ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এতে অংশগ্রহণ করেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন। জ্যোতি ফোরাম এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে আন্তরিক ধন্যবাদ এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।