একসময়ের ব্যাটম্যান এবার থরের ভিলেন

80

‘ব্যাটম্যান বিগিন্স’, ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ডিসি কমিকসের এই ট্রিলজিতে সুপারহিরো ব্যাটম্যানের পোশাক গায়ে জড়িয়েছেন ক্রিশ্চিয়ান বেল। ছবি তিনটিতে জোকারসহ দুষ্টু লোকদের শায়েস্তা করেছেন তিনি। এবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভিলেন হিসেবে আবির্ভূত হবেন ৪৬ বছর বয়সী এই ব্রিটিশ তারকা। ‘থর’ ফ্র্যাঞ্চাইজির ভ্যালকাইরি চরিত্রের অভিনেত্রী টেসা থম্পসন খবরটি নিশ্চিত করেছেন। এইচবিও চ্যানেলের ‘ওয়েস্টওয়ার্ল্ড’ সিরিজের তৃতীয় মৌসুমের প্রিমিয়ারে এন্টারটেইনমেন্ট টুইনাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। টেসা বলেন, ‘পাÐুলিপিটি পড়েছি। বেশিকিছু বলা বারণ। ছবিটি নিয়ে নাটালি (পোর্টম্যান) ও আমার মধ্যে অনেক দারুণ মেসেজ আদান-প্রদান হয়েছে। শুটিংয়ে বেশ মজা হবে। টাইকা ওয়াইটিটি গল্পটি লিখেছেন ও পরিচালনা করবেন। চেনা অভিনয়শিল্পীরা থাকছেন। নতুন যুক্ত হবেন কয়েকজন। ক্রিশ্চিয়ান বেল আমাদের এবারের ভিলেন। তাই ছবিটা চমৎকার হবে।’
‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ নামের ছবিটিতে সুপারহিরো থরের ভূমিকায় যথারীতি থাকছেন ক্রিস হেমসওর্থ। জেন ফস্টার চরিত্রে ফিরবেন নাটালি পোর্টম্যান। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত থর: র‌্যা গনারক-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হবে এটি। ওই ছবিও পরিচালনা করেছেন নিউজিল্যান্ডের টাইকা ওয়াইটিটি। যদিও ক্রিশ্চিয়ান বেলের ভিলেন হওয়ার খবর নিয়ে কিছু বলেনি মারভেল স্টুডিওস কিংবা এর সহযোগী প্রতিষ্ঠান ডিজনি। ‘থর : লাভ অ্যান্ড থান্ডার মুক্তি পাবে ২০২১ সালের নভেম্বরে।