একসঙ্গে শাহীন সামাদ ও লীনু বিল্লাহ

119

প্রথিতযশা নজরুলসংগীত শিল্পী শাহীন সামাদ। মুক্তিযুদ্ধের একজন কণ্ঠযোদ্ধা হিসেবেও অধিক সমাদৃত গুণী এই শিল্পী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শাহীন সামাদ তার গানের মাধ্যমে উজ্জীবিত করেছিলেন মুক্তিকামী মানুষকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী কাজ করছেন নজরুলসংগীতের প্রচারেরও।
গুণী এই শিল্পী হাজির হচ্ছেন জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘আমার যত গান’- এ। এ অনুষ্ঠানে তার সঙ্গে দেখা যাবে মুক্তিযোদ্ধা-কণ্ঠশিল্পী লীনু বিল্লাকেও। গান গাওয়ার পাশাপাশি অনুষ্ঠানে তারা গানের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবেন।