একটি সেতুর অপেক্ষা

30

সর্তা খালের হচ্ছার ঘাটে একটি সেতু বদলে দিবে দুই উপজেলার মানুষের ভাগ্য। স্বাধীনতা পরবর্তি যাতায়াতের গুরুত্ব বিবেচনা করে লোকজন ফটিকছড়ির খিরাম ও রাউজানের হলদিয়া গ্রামের হচ্ছার ঘাট নামক স্থানে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সেতুর দাবিতে লোকজন স্বয়ং প্রধানমন্ত্রীর কাছেও ই-মেইলে আবেদন করেছেন। সেতুর নাম শেখ রাসেল সেতু করার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, হাঁটুজলে কাঁদা মাড়িয়ে যাতায়াত করছেন এপার-ওপারের লোকজন। দল বেঁধে শিক্ষার্থীরা এপার-ওপারে যাচ্ছেন। বর্ষা মৌসুমে খাল পানিতে যখন ভরে থাকে, তখন কষ্টের সীমা থাকে না লোকজনের। জানালেন খিরাম এলাকার বাসিন্দা মুহাম্মদ আলমগীর ও মুহাম্মদ ফরিদ। ফটিকছড়ির পার্বত্য এলাকা বর্মাছড়ি, কাউখালী, খিরামের চৌমুনী বাজার, দৌলত মুন্সিরহাট, ফুলতলি এবং রাউজানের মাদম্যেহাট, বউজ্যেরহাটসহ অনেক এলাকায় লোকজন যাতায়াত করে এ ঘাট দিয়ে। খিরাম কাদেরীয়া মঈনীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক দিদারুল আলম জানান, ইতোপূর্বে মাদ্রাসায় আসার পথে খাল পারপারে মারা যায় আজিম নামের তৃতীয় শ্রেণির এক ছাত্র। উত্তর হলদিয়া গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সেখানকার শিক্ষার্থীরা এ ঘাট পার হয়ে খিরাম গ্রামে এসে পড়ালেখা করেন। মাদ্রাসার দশম মানের শিক্ষার্থী হলদিয়া গ্রামের আকলিমা নাহার বলেন, ভিজে, কাঁদা মাড়িয়ে মাদরাসায় আসতে হয়। পানিতে প্রায়ই বোরকা ভিজে যায়। এ দুর্ভোগ নিজের চোখে না দেখলে বুঝা মুসকিল।
হলদিয়া গ্রামের আনিসুর রহমান বলেন, নেতারা নির্বাচনের আগে হচ্ছার ঘাট এলাকায় এসে বড় বড় কথা বলেন, নির্বাচনের পর তারা এসব কথা ভুলে যান। রাউজানের মাদম্যেহাটের ব্যবসায়ী বদিউল আলম বলেন, যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত ফলমুল কমদামে এখানেই বিক্রি করতে হয়। সেতু হলে যোগাযোগে অভূতপূর্ব উন্নতি ঘটবে। পাশাপাশি কৃষকেরাও লাভবান হবে। মানু চন্দ্র মহাজন বলেন, খিরাম হতে বর্তমানে চট্টগ্রাম শহরে যেতে হলে নাজিরহাট হয়ে যেতে হয়। সেতুটি হলে কম সময়ে রাউজান মাড়িয়ে চট্টগ্রাম শহরে যাওয়া যাবে। সেতু দাবির অন্যতম উদ্দোক্তা প্রবীণ শিক্ষক শেখ মুহাম্মদ আবদুল্লাহ জানান, এখানে সেতু নির্মাণের মাধ্যমে বদলে যেতে পারে উপজেলার দুই লক্ষাধিক লোকজনের ভাগ্য। আশা করি আমাদের প্রাণের দাবী দ্রুত বাস্তবে রূপ নেবে। উপজেলা প্রকৌশলী এস এম হেদায়েত উল্লাহ বলেন, এখানে সেতুর সম্ভ্যাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এলাকার লোকজনের দাবির প্রতিফলন ঘটনো হবে। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বলেন, হচ্ছার ঘাটে সেতু নির্মাণ করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। সেখানে সেতু নির্মাণের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হবে।