‘একজন মাশরাফি যুগ যুগ পর তৈরি হয়’

34

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। বেশি উইকেট শিকারিতেও শীর্ষে তিনি। তার অধিনায়কত্বেই ওয়ানডেতে বেশি ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। তার মতো একজন ক্রিকেটার তৈরি হয় যুগ যুগ পর তৈরি হয় এমনটাই মনে করছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। টানা দুই বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ক্রিকেট বিশ্বে চমক দেখিয়েছেন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে পরিণত একজন ক্রিকেটার হতে ২০ বছর লেগেছে মাশরাফির। মাহমুদ বলেন, ‘আমাদের সিনিয়র গ্রুপের কথা যদি বলেন, অনেকের বয়স হচ্ছে। অনেকে হয়তো নাও খেলতে পারে (পরবর্তী বিশ্বকাপে)। নতুন খেলোয়াড় আসলেই যে রান করবে, উইকেট নেবে, এটা ঠিক না। একটা মাশরাফি যুগ যুগ পর তৈরি হয়। এটা ইজি না। ২০ বছর পর একটা মাশরাফি হয়েছে।’
দলের তরুণ ক্রিকেটারদের সময় দেয়ার পক্ষে সুজন। কারণ মাশরাফিসহ বাংলাদেশের অনেক সিনিয়র খেলোয়াড়ই আগামী বিশ্বকাপে খেলবেন না। তরুণ খেলোয়াড়দের সময় দিয়ে ধৈর্য ধরার পক্ষে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।