এএফসি কাপের অভিষেক রাঙাতে চায় বসুন্ধরা কিংস

51

এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) কাপে অভিষেকের অপেক্ষায় বসুন্ধরা কিংস। মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে আজ মাঠে নামলেই সেই অপেক্ষা ঘুচবে বাংলাদেশের ফুটবলের অন্যতম পরাশক্তির দলটির। সেই সঙ্গে আরও একটি অপেক্ষার অবসান হতে যাচ্ছে ঢাকার ফুটবল দর্শকদের। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ হার্নান বার্কোসেরও। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় এএফসি কাপের ‘ই’ গ্রূপের ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও টিসি স্পোর্টস।
সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রূজোন বলেন, ‘জয় ছাড়া আমরা অন্যকিছু নিয়ে ভাবছি না। আমাদের ভালো দল রয়েছে। দলে স্থানীয় ও বিদেশি ভালো মানের ফুটবলাররা রয়েছেন। আন্তর্জাতিক এ অঙ্গনে আমরা ভালো ফলাফল করতে চেষ্টা করবো। বিশেষ করে অবশ্যই অভিষেক ম্যাচটিতে জিততে চাই।’ এএফসি’তে এই স্তরের লড়াইয়ে বাংলাদেশের হয়ে এর আগে প্রতিনিধিত্ব করেছে মোহামেডান স্পোর্টিং, আবাহনী লিমিটেড ঢাকা, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন। এবার যুক্ত হলো বসুন্ধরা কিংসের নাম।