এই সময়ে শ্রীলঙ্কা সিরিজ খেলা কঠিন : জালাল ইউনুস

30

দুই দেশের করোনা বাস্তবতা দুই রকমের। শ্রীলঙ্কায় যেখানে মোট আক্রান্তের সংখ্যাই সাকুল্যে ৫শ, বাংলাদেশে সেখানে মুত্যুর সংখ্যা ৫শ ছুঁই ছুঁই। শ্রীলঙ্কায় যখন নতুন আক্রান্তের হার শূন্যের কোঠায়, তখন বাংলাদেশে আক্রান্ত বাড়ছে জ্যামিতিক হারে! কবে স্বাভাবিক হবে, তা কেউই বলতে পারছে না।
কাজেই শ্রীলঙ্কার জন্য এই মুহূর্তে যা করা সম্ভব, বাংলাদেশের ক্ষেত্রে তা বস্তুতই অসম্ভব। এই বাস্তবতাতেই জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলা কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। তবে এ ক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মত তার। গতকাল জালাল ইউনুস জানালেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আসন্ন সিরিজটি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই-আগস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সফরকারী বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলার কথা রয়েছে।