এইডস প্রতিরোধে প্রচারণা অব্যাহত রাখতে হবে

33

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, এইচআইভি একটি ভাইরাস যা শুধু মানুষের শরীরে সংক্রমিত হয়। এইডস ও এইচআইভি সৃষ্ট কতগুলো রোগের লক্ষণ এবং এটা মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। এ রোগে আক্রান্ত হয়ে সারাদেশে অনেক লোক মারা যাচ্ছে। হেপাটাইটিস বি যেভাবে ছড়ায়, এইডস ও সেভাবে ছড়ায়। ইনজেশনের মাধ্যমে শরীরে ড্রাগ নিলে বা যৌনকর্মীদের পেছনে ছুটলে এ রোগ মারাত্বকভাবে ছড়ায়। কারো শরীরে এইচআইভি ভাইরাস আছে কিনা তা একমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব। জনগণের অংশগ্রহন ছাড়া এইডস নির্মূল করা সম্ভব নয়। এটি প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। এইডস প্রতিরোধে পাড়া-মহল্লাসহ সর্বত্র ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রেখে জনগণকে সচেতন করতে হবে। বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে বুঝতে হবে।আমরা এইডসমুক্ত বাংলাদেশ গড়তে চাই। গত ১ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব এইডস দিবস-২০১৯ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, সিভিল সার্জনের কার্যালয় ও সহযোগী উন্নয়ন সংস্থা সমূহ অনুষ্টানের আয়োজন করেন। দিসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-“ এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহন”। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভার উদ্বোধক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. আবদুস সালাম, সহকারী পরিচালক ডা. মোঃ শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. জি.এম তৈয়ব আলী ও মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি ও মাল্টিমিডিয়ার মাধ্যমে বিশ্ব এইডস দিবসের সার-সংক্ষেপ তুলে ধরেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ নুরুল হায়দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসাস’র চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব রনজিত কুমার শীল, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ হোসেন, এনজিও প্রতিনিধি তুষার মিনহাজ্ব, বেলাল হোসেন, হিরা হিজরা প্রমূখ। সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর ও সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সহযোগী উন্নয়ন সংস্থা সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে ৯টায় আন্দরকিল্লা সিটি কর্পোরেশন চত্বরে বেলুন উড়িয়ে বিশ্ব এইডস দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন। এর পর এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক ঘুরে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর ও সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সহযোগী উন্নয়ন সংস্থা সমূহের প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি