উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরের শপথ

52

চট্টগ্রাম বিভাগের অধীন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৮নং সাধারণ আসনের নবনির্বাচিত কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৬ আগষ্ট সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদেরকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এরা হলেন- ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ এনামুল হক মজুমদার মহিলা চেয়ারম্যান বিবি জোলেখা ও হাজীগঞ্জ পৌরসভার ৮নম্বর সাধারণ আসনের নবনির্বাচিত কাউন্সিলর কাজী দুলাল। বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী. বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) নুসরাত সুলতানা, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহেদা ফাতেমা চৌধুরী ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া উপস্থিত ছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, শপথ নেয়ার পর থেকে সরকার, রাষ্ট্র ও জনগনের কাছে আপনারা অঙ্গীকারাবদ্ধ। শপথ গ্রহণের পর যে দায়িত্ব কাঁধে নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকারী মনোভাব নিয়ে থাকা যাবেনা। এখন থেকে জনগণের কিছু কর্তব্য ও অঙ্গিকার বাস্তবায়নের পালা শুরু হলো। সততা, নিষ্টা ও দেশপ্রেম নিয়ে আন্তরিকতার সাথে কাজ করলে সরকার তাঁর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে। সরকারি সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হবে। কোন ধরনের অপরাধ ও দুর্নীতিতে জড়ানো যাবে না। শপথের যাতে বরখেলাপ না হয় সেদিকে নজর রাখতে হবে। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সামিল হলে মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। বিজ্ঞপ্তি