উপজেলা নির্বাচনের মামলায় চন্দনাইশ যুবলীগ নেতা ২ দিনের রিমান্ডে

68

চন্দনাইশ উপজেলার যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত চৌধুরীকে ২ দিন রিমান্ড শেষে আজ ২৩ এপ্রিল আদালতে প্রেরণ করা হবে। এদিকে গত ২২ এপ্রিল বিকালে আরফাতের মুক্তির দাবিতে চন্দনাইশ সদর এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১৮ এপ্রিল দিবাগত রাতে ঢাকার মিরপুর বাসা থেকে চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত চৌধুরী ঢাকা ডিবি কর্তৃক গ্রেফতার হয়। গত ২১ এপ্রিল আরাফাত চৌধুরীকে গত ২৪ মার্চ উপজেলা নির্বাচন চলাকালে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলির ঘটনার মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মাহাবুল আলম আখন্দ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে শুনানীতে অংশ নেয়। অপর দিকে আসামী পক্ষের আইনজীবীদের শুনানী শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম ২ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে জামিনের আবেদন না মঞ্জুর করেন। আজ ২৩ এপ্রিল ২ দিনের রিমান্ড শেষে আরাফাতকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে ইয়াছিন আরাফাত চৌধুরীর মুক্তির দাবিতে উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শাহ আমিন চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আ.লীগের আহŸায়ক এম কায়ছার উদ্দিন চৌধুরী, মীর মো. মহিউদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সালেহীন নুর জামান চৌধুরী তানভীরসহ নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন, নির্বাচনের দিন ১টি পক্ষ পুলিশের উপর হামলা চালিয়ে মিথ্যাভাবে ইয়াছিন আরাফাতকে উদ্দেশ্য পণোদিতভাবে আসামী করা হয়েছে। তাছাড়া তাকে গ্রেফতার করে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১ সপ্তাহের মধ্যে মুক্তির দাবি জানান। অন্যথায় আগামী ১ সপ্তাহ পরে সারা চন্দনাইশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি উচ্চারণ করেছেন নেতৃবৃন্দরা।