উপজেলা চেয়ারম্যান জব্বারের নামে ফেইক আইডি

55

চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর নামে ফেইক আইডি ও প্রোফাইল পিকচারে বিভিন্ন রকম ছবি দিয়ে রাষ্ট্র, সমাজ, ধর্ম বিরোধী অপপ্রচার করছে একটি মহল। ফেইক আইডি যারা খুলেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গত সোমবার সন্ধ্যায় চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
থানায় দেয়া ডায়েরি থেকে জানা যায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এ কুচক্রীমহলটি তার নামে ফেইক আইডি ও প্রোফাইলে তার ছবি ব্যবহার করে রাষ্ট্র, সমাজ, ধর্ম বিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, রাষ্ট্র, ধর্ম বিরোধী বক্তব্য দিয়ে ফেইক আইডিতে লেখালেখি করছে। তার অগোচরে এধরনের লেখালেখি তার নিজের ভাবমূর্তি ও রাষ্ট্রে কার্যক্রমে আঘাত এনেছে। গত রবিবার বিভিন্ন সূত্রে তিনি জানতে পারেন, তার নামে ফেইক আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচার করছে। যা আইসিটি আইনের পরিপন্থী। ফেইক আইডিটি জরুরিভিত্তিতে বন্ধ করা প্রয়োজন। এ ধরনের অপকর্মে কে বা কারা জড়িত আছে, তাদের চিহ্নিত করার জন্য আইনি সহায়তা কামনা করা হয়। সে সাথে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।