উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নির্বাচন করছি

36

চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদের সাথে পাঁচলাইশ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা গত শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন, ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের ফলে সরকারের পরিবর্তন হবে না। কেউ নির্বাচন করছে আন্দোলন করে দেশে অরাজকতা সৃষ্টি করতে। আর আমি নির্বাচন করছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম-৮ আসনের উন্নয়ন কর্মকাÐ, উন্নয়নধারা অব্যাহত রাখতে। শেখ হাসিনা সরকারের সাফল্যের কথা মহিলাদের মাঝে ছড়িয়ে দিতে মহিলা আওয়ামী লীগকে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দীন খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ফারুকী, মো. রফিক কন্ট্রাক্টর, জসিম উদ্দিন, শামীম আরা খানম, সেলিম রনি, আব্দুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম মনি, লাকি আকতার প্রমুখ। সভায় ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন : পাঁচলাইশ ওয়ার্ডে আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি পরীক্ষাকেন্দ্র এয়ার আলী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন চট্টগ্রাম-৮আসনের আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ।
পরিদর্শন শেষে তিনি বলেন, ইসলামি মনীষী, শিক্ষাবিদ আল্লামা হাশেমী হুজুরের নামে শিক্ষাবৃত্তি শিশু-কিশোরদের মেধা বিকাশে ব্যাপক ভূমিকা রাখছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ৩৪টি কেন্দ্রে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, নৈতিকগুণ সম্পন্ন মানুষ হতে হবে। আলোকিত মানুষ হয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে, তবেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দীন খান, শিক্ষাবিদ ও শিল্পপতি মোহাম্মদ এমরান, শাহজাদা কাযি মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, শাহজাদা কাযি মুহাম্মদ বাহাউদ্দিন হশেমী, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর ফারুকী, মো. রফিক কন্ট্রাক্টর, মো. ইদ্রিস, শামিম আরা খানম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সেলিম রনি, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের চট্টগ্রাম বিভাগের সভাপতি ড. মোজাহেরুল আলম, পাঁচলাইশ যুব সংঘের সাবেক মহাসচিব আবু জাহেদ, আব্দুল্লাহ আল মামুন, আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তির পরিক্ষা নিয়ন্ত্রক আবু সাদাত মোহাম্মদ সায়েম, শাহ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দেলোয়ার, এয়ার আলী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান, শহিদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন, মৌলানা মইনুদ্দিন সমরকন্দি, জয়নাল আবেদীন, দিদারুল আলম, পরীক্ষাকেন্দ্রের উপ পরিচালক আখতার হোসেন, সচিব মোহাম্মদ এরশাদ আলম, হল সুপার মৌলানা আব্দুর রশিদ, তৌহিদুল ইসলাম টুটুল, রবিউল আওয়াল, মেহেরাজ তুহিন প্রমুখ।
উল্লেখ্য, ইমামে আহলে সুন্নত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর (ম. জি. আ.) নামে আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি