‘উন্নয়ন-অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়’

44

জাতির পিতার ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী ফাউন্ডেশন কুয়েতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ৩১ আগষ্ট শনিবার কুয়েতস্থ হোটেল ডোয়াহি ফরওয়ানিয়াতে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম ভুলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিনের সঞ্চালিত সভায় প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। দোয়া পরিচালনায় ছিলেন সহ সভাপতি নূরুল আমিন চৌধুরী। বক্তব্য রাখেন আবুল বাশার, সামশুল হক, শেখ মো. খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক শেখ মো. নুরুল আবসার, কামাল হোসেন, ওয়াহিদুল আলম(ঝণ্টু) সাহাদাত হোসেন, এম,আই, মনসুর, আবু তাহের, জাকির, সুমন বড়ুয়া প্রমূখ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউল গণি মামুন, মুক্তিযোদ্ধা সফিকুল আলম সফি, মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল, আবদুর রওফ মওলাসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে প্রধান অতিথি এস এম আবুল কালাম বলেন, বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের বিষ্ময়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হবে। বিজ্ঞপ্তি