উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয়ের বিকল্প নেই

64

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে এম. রেজাউল করিম চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদে আবুল হাসনাত মো. বেলাল ও সংরক্ষিত কাউন্সিলর পদে আঞ্জুমান আরার সমর্থনে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের এক সমাবেশ সংগঠনের সভাপতি সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বন্দর নগরীর উন্নয়নের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজের হাতে তুলে নিয়েছেন। তাই উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করা ছাড়া চট্টলাবাসীর কোন বিকল্প নেই। লালখান বাজার বাসীদের আশ্বস্ত করে বলেন, যেখানে মুজিব বর্ষকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের পুনর্বাসন করার কথা বলছেন সেখানে মতিঝর্ণা উচ্ছেদ নিয়ে উদ্বেগ, উৎকন্ঠাার কোন দরকার নেই।
এই সরকার গরীব বান্ধব সরকার, জনগনের ভাগ্য উন্নয়ন এই সরকারের প্রধান লক্ষ্য। তাই আগামীতে লালখান বাজার ওয়ার্ডের কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে, ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মো: বেলালকে ঘুড়ি প্রতীকে ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আঞ্জুমান আরা কে বই প্রতীকে আগামী ২৯ মার্চ রবিবার ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সাবেক সহ সভাপতি ও সাংসদ তানভীর শাকিল জয়, সাবেক কেন্দ্রীয় সদস্য আবু তাহের, আনোয়ারুল আজিম সাদেক, জাকির হোসেন কিরণ।
বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়ার মেয়র মো: জুবায়ের, সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মো: বেলাল, সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুমান আরা, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শেখ দেলোয়ার, কামাল হোসেন, ৭৫ পরবর্তী লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. একরামুল হক শামীম, ইউরোপীয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দোহা, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাধন সিংহ, শামসুল আলম শওকত, আবদুল মজিদ আলী, মহানগর আওয়ামী যুবলীগ নেতা সনদ বড়ুয়া, তপন সিংহ, মোজাম্মেল হোসেন সোহাগ, শেখ মহিউদ্দিন বাবু, মহানগর ছাত্র লীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। বিজ্ঞপ্তি