উত্তর সিনাইতে ২২ সেনা ও জঙ্গি হতাহত

36

মিশরের উত্তর সিনাইতে সেনা-জঙ্গি সংঘর্ষে সাত জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শনিবারের এ সংঘর্ষে মিশরীয় সামরিক বাহিনীর ১৫ সদস্য আহত অথবা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। সামরিক বাহিনীর ঠিক কতোজন হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন।
বিবৃতিতে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, “যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে সন্ত্রাসী উপাদানের পশ্চাদ্ধাবন করে তাদের মুছে ফেলতে চিরুনি অভিযান চলছে।” বিমান বাহিনীর ছত্রছায়ায় অভিযানটি চালানো হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো। এক বছর আগে সিনাই উপদ্বীপের জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিশরের নিরাপত্তা বাহিনী। এই সময়ের মধ্যে সেখানে তারা কয়েকশত জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে। মিশরীয় জঙ্গিরা দেশটির নিরাপত্তা চেকপয়েন্ট ও সংখ্যালঘু খ্রিস্টানদের বিরুদ্ধে একের পর এক হামলা শুরু করার পর ২০১৩ সাল থেকে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে মিশরীয় নিরাপত্তা বাহিনী।