উত্তর পাহাড়তলী সমাজ কমিটির মানববন্ধন

51

নগরীর আকবর শাহ্ থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডস্থ বিশ্ব রোড, আবাসিক এলাকা এন বøক সমাজ কমিটি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সমাজসেবক মো. দুলাল মিয়া ও তার পুত্র মো.পারভেজকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে এন ও পি ব্লক মোড়ে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মো.মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়নে ১৯৯৬ সাল হতে এন ব্লক সমাজ কমিটি অদ্যাবদি কাজ করে যাচ্ছে। সমাজ বিরোধী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল কুদ্দুস সরকার নানাভাবে পুলিশের পদবী ও তার কন্যা শিক্ষানবীশ আইনজীবী সামিয়া কুদ্দুসের ক্ষমতায়ন ব্যবহার করে সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে সর্ব সাধারণের জন্য ব্যবহারিত পার্কিং এর মাঠ ও ওয়াসা কর্তৃক পানির সরবরাহ লাইন একক ভাবে ভোগ দখল করায় সামাজিক ভাবে প্রতিবাদ সহ কুকুর কামড়ে দেওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের সাধারণ সম্পাদক মো.দুলাল মিয়া ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিহত করা হবে এবং আইনগত ব্যবস্থা নিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। এ মানববন্ধনে এলাকাবাসীর সাথে একতত্বা ঘোষণা করে বক্তব্য রাখেন, ইউনিটি ফর ইউনিভার্সেল অব বাংলাদেশ এর আকবর শাহ্ থানার সভাপতি মো.মিজান উদ্দিন মীর, সাংগঠনিক সহ-সভাপতি মো.মফিজুর রহমান, সমাজসেবক মো.কাশেম, ব্যবসায়ী ইলিয়াছ, ডা.মো.জসিম উদ্দিন, জামাল উদ্দিন তারেক, আওয়ামী লীগ মহিলা নেত্রী সেলিনা আক্তার, আওয়ামী যুবলীগ নেতা মো.মিলন, সমাজকর্মী মো.হারুন, মাহমুদুল হক, আবুল হাশেম, মো.সিরাজ, আবুল খায়ের, মনোয়ারা বেগম, পেয়ারা বেগম, মো.বাবলু, মমতাজ বেগম, জরিনা বেগম, রেজাউল করিম, মো.কোরবান আলী, আবদুস সাত্তার প্রমুখ। মানববন্ধন শেষে আগামী শুক্রবার এক প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করে। খবর বিজ্ঞপ্তির