উত্তর জেলা বিএনপির সমাবেশে বক্তারা সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না

18

বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে আহŸায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আওয়ামী সরকারের আয়ু শেষ হয়ে গেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণ রাজপথে নেমেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না।
সভাপতির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। সে কথা মুখ ফুটে বলার সুযোগ নেই। যারা এই কথা প্রকাশ করছে তাদের বিরুদ্ধে মামলা হামলা হচ্ছে। তিনি ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করেন।
প্রধান বক্তা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক বলেন, অচিরেই এক দফার আন্দোলন শুরু হবে। তিনি নেতাকর্মীদের আন্দোলন জোরদার করার আহŸান জানান। বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, স্বৈরাচারী বেহায়া সরকার স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহŸায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, অ্যাড. আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, আজম খাঁন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন,জাকির হোসেন, আহসানুল কবির তালুকদার রিপন,আজমত আলী বাহাদুর, ডা. রফিকুল আলম, হাসান মোহাম্মদ জসিম, মুরাদ চৌধুরী, কামাল উদ্দিন, মোতালেব চৌধুরী, সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, শফিউল আলম চৌধুরী, সরোয়ার উদ্দিন সেলিম, আকবর আলী, জাহিদুল আফসার জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি