উত্তর চট্টগ্রামে এবার ৭৬৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা

26

চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদ্যাপন পরিষদের অধীনে এবার ৭৬৯টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গত ২০ অক্টোবর (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ বছর মিরসরাই, সীতাকুন্ড, সন্দ্বীপ, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়াা এই ৭টি উপজেলা এবং ভুজপুর ও জোরারগঞ্জ থানাসহ সর্বমোট ৭৬৯টি পূজামন্ডপে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাপতি নটু কুমার ঘোষ, মহানগর পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, উত্তর জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট শংকর প্রসাদ দে, অমৃত লাল দে, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, সহ-সভাপতি সমীর চন্দ্র পাল, গণপতি ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক ত্রিদীপ সাহা, রূপক কান্তি দেব, লিপটন দেবনাথ লিপু, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দে, অর্থ সম্পাদক লিংকন তালুকদার, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দেব, অ্যাডভোকেট সুমন কান্তি আচার্য্য, সত্যজিৎ দাশ, রনজিৎ চন্দ্র নাথ, বিকাশ নাথ ও সুমন কুমার দে প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সররকার দেশ পরিচালনা করছে। তাই আমাদের প্রত্যাশাও অনেক। তবে জবরদখল, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর এর মত ন্যাক্কারজনক ঘটনা এখনো ঘটে চলছে। তাই আমরা শঙ্কিত। এবার শারদোৎসব সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মাধ্যমে অনুষ্ঠিত হবে। তবে একটা শঙ্কা থেকে যায় অন্যান্য বছরের ন্যায় এই বছর প্রত্যেক পূজা মন্ডপে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ দেয়া হচ্ছে না। টহল পুলিশের মাধ্যমে পূজাকালীন সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে। সাম্প্রদায়িক অপশক্তি যেন পুলিশ ও আনসার সদস্যের অনুপস্থিতির সুযোগে যে কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টির করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’