উত্তর চট্টগ্রামের পাঁচ উপজেলায় ভোট কাল

82

দ্বিতীয় ধাপে উত্তর চট্টগ্রামের পাঁচ উপজেলায় ভোটযুদ্ধ আগামীকাল সোমবার। এরমধ্যে শুধুমাত্র ফটিকছড়িতেই সব পদে নির্বাচন হচ্ছে। বাকি উপজেলাগুলোর মধ্যে সন্দ্বীপে মহিলা ভাইস চেয়ারম্যান, সীতাকুন্ড ও হাটহাজারীতে দুই ভাইস চেয়ারম্যান ও রাঙ্গুনিয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। অন্যান্য প্রার্থীরা বিনাভোটে জয়ী হওয়ায় এসব পদে নির্বাচন হবে না। এছাড়াও তিন পদের প্রার্থীরা বিনাভোটে জয়ী হওয়ায় ভোটবিহীন থাকছে রাউজান ও মিরসরাই।
উত্তর চট্টগ্রামের পাঁচ উপজেলা ছাড়াও পাবর্ত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের ২৫ উপজেলা ও কক্সবাজারের চকরিয়া উপজেলায় এদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে আজকের সন্ধ্যার আগেই সবকটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সম্পন্ন হবে।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান পূর্বদেশকে বলেন, ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি থাকবে। আগের দিন অর্র্থাৎ আজ (রবিবার) রাত ১২টার পর থেকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। প্রতিটি ভোটকেন্দ্র নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়েছে। ভোটগ্রহণকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতি তিন ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন পাঁচজন।
নির্বাচন অফিস সূত্র জানায়, স›দ্বীপে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাস্টার শাহজাহান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. মাঈন উদ্দীন, মিরসরাইয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদের প্রার্থী মো. জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে মো. আলাউদ্দিন ও ইসমত আরা, সীতাকুন্ডে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এসএম আল মামুন, হাটহাজারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এসএম রাশেদুল আলম, রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খলিলুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোয়ারা বেগম বিনাভোটে নির্বাচিত হচ্ছেন।
অন্যান্য পদগুলোর মধ্যে ফটিকছড়িতে ভাইস চেয়ারম্যান পদে ইসমাঈল মজুমদার (উড়োজাহাজ), বিশ^জিৎ রাহা (টিউবওয়েল), মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী (বই), রতন কান্তি চৌধুরী (চশমা), সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন নাহার (প্রজাপতি), রাজিয়া মাসুদ (পদ্মফুল) ও শারমিন আকতার (কলস) প্রতীকে নির্বাচন করছেন।
রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ শফিকুল ইসলাম (তালা), মো. আকতার হোসেন (মোমবাতি), মো. ফয়জুল ইসলাম (উড়োজাহাজ), মোহাম্মদ শাহাদাত হোসেন তালুকদার (টিয়া পাখি), স›দ্বীপে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন নেছা (কলসি), মোছাম্মৎ ফরিদা বেগম (হাঁস), মোছাম্মৎ লুৎফুন্নাহার (ফুটবল), সীতাকুÐে ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহিউদ্দিন (উড়োজাহাজ), মো. ইউনুচ (মাইক), মো. মনিরুল ইসলাম (টিউবওয়েল), মোহাম্মদ আলাউদ্দিন সাবেরী (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার নীল (ফুটবল), জয়নাব বিবি (পদ্মফুল), রহিমা আক্তার ডলি (কলস), হাটহাজারীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উদয় কুমার সেন (তালা), এমএ খালেদ চৌধুরী (বাল্ব), এসএম জহির উদ্দিন চৌধুরী (চশমা), কাজী মো. আলা উদ্দিন (চেয়ার), মো. নুরুল আলম (মাইক), মোহাম্মদ কলিম (বই), মোহাম্মদ জামাল উদ্দিন (উড়োজাহাজ), সৈয়দ মোস্তফা আলম (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোক্তার বেগম (কলসি) ও সাজেদা বেগম (হাঁস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ ছুটি ও যানবাহনে নিষেধাজ্ঞা : আগামীকাল সোমবার নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের চকরিয়া উপজেলা এ ছুটির আওতায় থাকবেন। গত ১০ মার্চ নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে এ ছুটি ঘোষণা করে। এছাড়াও ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।
নির্দেশনায় বলা হয়, ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত অর্থাৎ আজ রাত ১২টা হতে ভোটগ্রহণের দিন অর্থাৎ সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত নিম্নক্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। বেবী ট্যাক্সি, অটোরিক্সা, ইজি বাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এছাড়াও ভোটগ্রহণের পূর্ববর্তী দুই দিন হতে ভোটগ্রহণের মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞ থাকবে। তবে নির্বাচনী পর্যবেক্ষক ও জরুরি কাজের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।