উত্তর কাট্টলী ও উত্তর পাঠানটুলি ওয়ার্ডে কম্বল বিতরণ

107

প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বরাদ্দকৃত কম্বল নগরীর উত্তর কাট্টলী ও উত্তর পাঠানটুলি ওয়ার্ডে অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। কাট্টলী ওয়ার্ডে প্রায় ৫শ এবং পাঠানটুলী ওয়ার্ডে প্রায় ৮শ কম্বল অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়। গত বৃহষ্পতিবার রাতে এ দুই ওয়ার্ডের অস্বচ্ছল মানুষের হাতে কম্বল তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর কাট্টলী ওয়ার্ড কার্যলয় চত্বরে অনুষ্ঠিত সভায় স্থানীয় কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমদ মঞ্জু এবং ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডস্থ খানবাড়ী সম্মুখে অনুষ্ঠিত সভায় স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জাবেদ সভাপতিত্ব করেন।
কম্বল বিতরণ কালে সিটি মেয়র বলেন আমাদের দেশে ষড়ঋতুর পালাবদলে এখন শীতকাল। এ ঋতুতে সমাজের গরিব, অসহায়, অস্বচ্ছল মানুষ শীত মোকাবেলা করতে হিমশিম খায়।
শীতবস্ত্রের অভাবে প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে। তাদের কথা চিন্তা করে মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীর ৪১ টি ওয়ার্ডের শীতার্ত জনগোষ্ঠির জন্য প্রধানমন্ত্রী ১৩ হাজার কম্বল দিয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ডে এ কম্বল বিতরণ চলছে। এ প্রসঙ্গে মেয়র বলেন নগরীর অস্বচ্ছল মানুষের তুলনায় বরাদ্দকৃত কম্বল অপ্রতুল। তাই অস্বচ্ছল মানুষের সাহায্যে নগরীর বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান মেয়র। অনুষ্ঠানে মেয়র বর্তমান সরকারের গৃহিত সামাজিক সুরক্ষার সুফলের কথাও তুলে ধরেন। দেশের শতভাগ মানুষকে এ সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষে সরকার বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। কম্বল বিতরণ অনষ্ঠানে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ, সাবেক কমিশনার আবু জাফর আহমদ,সাবেক কমিশনার জাবেদ নজরুল ইসলাম, রাজনীতিক হাজী মো. ইব্রাহিম, মো. হাসান, ইদ্রিস কাজেমী, মো. শওকত মোজাফফর মিয়া সর্দার, মাহবুব সর্দার, শামসুদ্দিন সর্দার, আনোয়ার খান সর্দার, আবদুর রাজ্জাক সর্দার, মো. ওয়াহিদুর রহমান মোহসেন, আবদুল মান্নান ফেরদৌস, রহিমদাদ এবং উত্তর কাট্টলী ওয়ার্ডে অসচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরনের সময় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, কাজী আলতাফ হোসেন, ইকবাল চৌধুরী, ইঞ্জি.তরুন তপন দত্ত, হাবিবুর রহমান, গিয়াস উদ্দিন জুয়েল, লোকমান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি