উত্তর কাট্টলী আচার্য্যপাড়ায় গীতাপাঠ ও ধর্মসভা

212

উত্তর কাট্টলী আচার্য্যপাড়া সার্বজনীন শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের মন্দিরের ২২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শীতলাষ্টমী তিথি উপলক্ষে গীতাপাঠ ও ধর্মসভা আকবরশাহ উত্তর কাট্টলী আচার্য্যপাড়ার সার্বজনীন শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের মন্দির প্রাঙ্গণে ১৭ মার্চ চারদিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিন সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা তপন বিকাশ আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- মঙ্গল শোভাযাত্রা, নগর পরিক্রমা, শ্রীশ্রী মাতৃপূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, মায়ের আরাধনা ও বন্দনা এবং বাল্যভোগ নিবেদন, গীতা পাঠ, গঙ্গা আহŸান, মহানামযজ্ঞের শুভাধিবাস, মায়ের বিশেষ পূজা ও ভোগারতি, আনন্দবাজারে অন্নপ্রসাদ আস্বাদন, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা। প্রধান অতিথি ছিলেন- শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদের সাবেক সভাপতি সুকুমার চৌধুরী। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন উত্তর কাট্টলীর জয়বাবা লোকনাথ ভক্ত নারায়ণ সাধু। বক্তব্য রাখেন- প্রকৌশলী শ্রী রতন সেন দাশ, ধর্মতত্ত¡বিদ ও শিক্ষাবিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল ধর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, অমিতি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর অমিত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি