উচ্চারকের সুকুমার রায় স্মরণ

20

বাচিক ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের প্রতিমাসিক আয়োজন তরুণালোয় অরুণোদয়ের স্বর এর ২৬ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ পর্বের বিষয় ছিল শিশু সাহিত্যিক সুকুমার রায়ের ছড়া ও গল্পপাঠের মধ্য দিয়ে স্মরণ। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর এম এম আলী রোডের আলী ভবনে উচ্চারকের কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের বলেন, সুকুমার রায় তার প্রতিটি ছড়া, গল্প এবং নাটকে সমাজ, রাষ্ট্রের অসঙ্গতিগুলোকে তুলে এনেছেন। তিনি ভারতীয় সাহিত্যে ‘ননসেন্স রাইমের’ প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক ছিলেন। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সেরা ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়। গত ১০ সেপ্টেম্বর ছিল এই ক্ষণজন্মা পুরুষের ৯৫ তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুও এতোকাল পরও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের একজন হয়ে বেঁচে আছেন। তিনি জন্মেছিলেন বাঙালি নবজাগরণের স্বর্ণযুগে। আবৃত্তিশিল্পী শামীমা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সুকুমার রায়ের ছড়া ও গল্পপাঠ করেন উচ্চারক সদস্য মন্দিরা বিশ্বাস, দীপা দাশ মিতু, পুনম দত্ত, শামসুল আরেফিন, রোকসানা আক্তার সিলভিয়া ও সাঈদ ফারহানা রুম্পা। পাঠ পরবর্তী আলোচনায় অংশ নেন এ্যানি চৌধুরী, নিলুফার সিরাজী, জামশেদ হোসাইন, আয়েশা মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি