উখিয়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

31

দীর্ঘদিন মেরামত, সংস্কার বা উন্নয়ন বঞ্চিত এলাকা বাসী অবশেষে স্বেচ্ছায় নিজেদের চলাচলের রাস্তাটির কিছু অংশ সংস্কার করেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া সদরের রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া রাস্তাটি ইট,মাটি ও বালি দিয়ে জন ও যানবাহন চলাচল উপযোগী করে তোলা হয়েছে বলে জানান রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুলহাস উদ্দিন টিপু। তার উদ্যেগে উপজেলা সদরের শহীদ মিনার হয়ে মালভিটা জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি উন্নয়ন না হওয়ায় এলাকার লোকজন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা দুর্ভোগ সহ্য করে চলাচল করে আসছে। বিশেষ করে বড়ুয়া সম্প্রদায়ের শশ্মান ও পল্লী বিদ্যুতে পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তা ভেঙে পড়ায় এলাকাবাসীদের কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান মো. আলমগীর। স্থানীয় মালভিটা পাড়ার স্কুল কলেজে অধ্যায়নরত ১৮-২০ জন শিক্ষার্থী ও এলাকাবাসী নিজেদের উদ্যেগে এটি সংস্কার করতে পেরে তারা আনন্দিত বলে কলেজ ছাত্র ফারুক জানায়। এব্যাপারে এলাকার লোকজন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও কাজ হয়নি বলে তারা জানায়। উখিয়া প্রতিনিধি