উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

3

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩নং ক্যাম্পের নুরুজ্জামানের চায়ের দোকানের সামনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্রসহ ৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ৮ এপিবিএন। গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৮ এপিবিএন প্রেরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, ওইদিন রাতে আনুমানিক ১৫/১৬ জন রোহিঙ্গা একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর (নি.) মো. মাহবুব আলম এর নেতৃত্বে এসআই (নি.) মো. কামরুল আলম, সঙ্গীয় অফিসার ফোর্সসহ উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ১০/১১জন রোহিঙ্গা সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও ৫ জনকে হাতে-নাতে আটক করেন। আটককৃতরা হলেন উখিয়ার ১৯নং ক্যাম্পের সি/৪ বøকের বাসিন্দা মৃত আবু তাহেরের ছেলে ইসমাইল হোসেন প্রকাশ জবিউল্লাহ (৪১), একই ক্যাম্পের ডি/৩ বøকের মতিউর রহমানের ছেলে রুহুল আমিন (৩৯), ওই ক্যাম্পের বি/৫ বøকের মৃত জকোরিয়ার ছেলে জবি উল্লাহ (৩০), ১৩নং ক্যাম্পের সি/১ বøকের বাসিন্দা জাফর আলমের ছেলে আমান উল্লাহ (২৩), ১৫নং ক্যাম্পের এইচ/১৬ বøকের ফজল হকের ছেলে মো. আয়াসকে (২৫) দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ধৃত আসামিসহ দেশীয় তৈরি অস্ত্রগুলো তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে লোহার বাট, লম্বা ধারালো হাসুয়া, বল্লম, ধারালো ছুরা, করাত এবং লোহার কাটারি দা রয়েছে। এ সংক্রান্তে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।