উখিয়ায় উদ্ধার ৩৭ রোহিঙ্গা, ৩ দালাল আটক

23

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং ৩ দালালকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৪ জন শিশু, ১৭ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছেন। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। আটক ৩ দালাল হলেন উখিয়ার সোনারপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর (৩০) এবং তার সহোদর মো. আলমগীর (২৭) ও খুনিয়াপালং এলাকার কাদের হোছাইনের ছেলে মো. সাগর (৩০)।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিক উল্লাহ বলেন, ভোরে রেজু খালের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য কিছু সংখ্যক রোহিঙ্গা জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালান। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন দালাল পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।