উইলিয়ামসনের হাতেই নিউজিল্যান্ড সেরার পুরস্কার

19

গত বিশ্বকাপের সেই দুঃসহস্মৃতি হয়তো কোনোদিনই ভুলতে পারবেন না কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের হঠাৎ অতিমানব হয়ে উঠাতে সুপার ওভারে গিয়ে হাত থেকে শিরোপাটা ছুটে গিয়েছিল নিউজিল্যান্ডের। তবে কিউই অধিনায়ককের সেই ক্ষতের হয়তো কিছুটা হলেও প্রোলেপ দেবে, বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বকাপ সেরা উইলিয়ামসন এবার জিতলেন নিউজিল্যান্ড সেরার পুরস্কারও। করোনাভাইরাসের প্রভাবে ক্রিকেটহীন সময়টাতে ক্রিকেটের পুরস্কার সপ্তাহ পালন করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সপ্তাহের একেক দিনে একেক ক্যাটাগরির বর্ষসেরা খেলোয়াড়দের বেছে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেছে নেওয়া হয়েছে বছরের সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার। ওয়ানডে সেরা নির্বাচিত হয়েছেন উইলিয়ামসন। আর টি-টোয়েন্টি সেরার পুরস্কার উঠেছে সাবেক অধিনায়ক রস টেলরের হাতে। বিশ্বকাপে ৮২ দশমিক ৫৭ গড়ে ৫৭৮ রান করেছিলেন উইলিয়ামসন। পুরো বছরটাই দুর্দান্ত কেটেছিল তার। মোট ২০ ওয়ানডে খেলে ৫৯ দশমিক ২৫ গড়ে রান করেছেন ৯৪৮। সেঞ্চুরি করেছেন ২টি, হাফ সেঞ্চুরি ৬টি। এদিকে, বর্ষসেরা নারী ক্রিকেটারের নামও ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন সুজি বেটস আর টি-টোয়েন্টিতে সোফি ডিভাইন।