ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্য পাঠচক্র

87

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলা গদ্যের জনক, উনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালী শিক্ষাবিদ, সংস্কৃত পন্ডিত, সমাজসংস্কারক, জনহৈতিষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গত সোমবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় জুম লাইভে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন ত্রিপুরা রাজ্যের শিক্ষাবিদ অধ্যক্ষ ড.মুজাহিদ রহমান, পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, লন্ডন প্রবাসী বাঙালী শিক্ষাবিদ অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাফাত বিন সানাউল্লাহ, সঙ্গীত পরিবেশন করেন সুকুমার দে, কাকলী দাশ গুপ্তা, শুভেচ্ছা বক্তব্য রাখেন সুমন চৌধুরী, শিহাবুর রহমান, তবলায় ছিলেন সুচয়ন দে জয়, কাব্য দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন ঊনবিংশ শতাব্দীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনন্যসাধারণ চরিত্র- মৌলিক সৃষ্টিকর্মে বাঙালির গৌরব। নানা গুণের সম্মিলন ঘটিয়ে তিনি জীবনের প্রতিপদক্ষেপে রেখে গেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত বিদ্যাসাগর অসাধারণ কীর্তিতে সর্বজন নন্দিত। বিজ্ঞপ্তি