ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত

80

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান বলেছেন, প্রিয় নবী রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম না হলে দুনিয়া সৃষ্টি হতো না। সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণে চলতে হবে।
বাংলাদেশ সমিতি শারজাহ শাখার উদ্যোগে গত ২১ নভেম্বর সমিতির কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সহকারী মোহাম্মদ খায়েস চৌধুরী, কন্ঠশিল্পী স্পেইজ ফর ইয়ুথ সভাপতি ইলিয়াস হোসেন, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আবদুস সবুর, প্রকৌশলী আবু নাসের, আইয়ুব আলী বাবুল, নুরুন্নবী রওশন, আরশাদ হোসাইন হিরু, লায়ন নজরুল ইসলাম তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন এনাম চৌধুরী, জুলফিকার ওসলাম, মোহাম্মদ ইয়াকুব সৌনিক, কাজী মোহাম্মদ আলী, সাইফুদ্দিন আহমেদ, আনসারুল হক, হাজী শফিকুল ইসলাম, সেলিম উদ্দিন, মো. বদরুল চৌধুরী, হাজী শরাফত আলী, মো. আবু নাছের, মো. জহির হোসেন, সাহদাত হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাহাঙ্গীর, প্রকৌশলী করিমুল হক, জাহাঙ্গীর আলম রূপু, আবুল বাসার, আব্দুল মান্নান, মোহাম্মদ হোসেন, মোন্তাফিজুর রহমান, ইমাম হোসেন পারভেজ, শেফালী আকতার আখি, মোহাম্মদ আলম, মো. মামুন প্রমুখ। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কবীর চৌধুরী।-ইউএই প্রতিনিধি
মাইজভান্ডার দরবার শরীফ
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে জশনে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য দেন আওলাদে রাসুল (স.) ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।
তিনি বলেন, ‘গাউছুল আজম মাইজভান্ডারীর মওলানা শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর দরবার হলো রাসূলে পাক (স.) এর আদর্শ চর্চার কেন্দ্র। গাউছুল আজম মাইজভান্ডারী ছিলেন রাসূলে করিম (স.) এর ৩৭তম বংশধর। তিনি রাসূলের প্রদর্শিত পথে চলার জন্য মানুষকে আহবান জানান।


সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর আয়োজন-ব্যবস্থাপনায় ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.)’র সার্বিক তত্ত¡াবধানে বাদ জোহর থেকে মিলাদুন্নবী (স.) মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী, মিশর থেকে আগত শায়খ প্রফেসর ড. ইউসরী রুশদী জবর আল হাসানী, শ্রীলংকা থেকে আগত আল্লামা হাফিজ এহসান ইকবাল কাদেরী, চন্দনাইশ জমিরজুরী রজভিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ মওলানা আহমদ হোসাইন আল কাদেরী, ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক, আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মাইজভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ বশির উল আলম ও আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী।
বিশেষ মেহমান ছিলেন সৈয়দুল হক খান ও ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত। এছাড়া আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্র, অঙ্গসংগঠন, জেলা, মহানগর, উপজেলা, শাখা দায়রা, খেদমত কমিটিসহ হাজারো আশেক, ভক্ত, মুরিদান ও স্থানীয় নবীপ্রেমিকরা উপস্থিত ছিলেন। আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।
মোহাম্মদপুর বদিউজ্জামান চৌধুরী বাড়ি
রাউজানের মোহাম্মদপুর বদিউজ্জামান চৌধুরী বাড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) গত ২১ নভেম্বর রাত হতে ২২ নভেম্বর সকাল পর্যন্ত অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা আবুল কালাম চৌধুরী। ২২ নভেম্বর চৌধুরী বাড়ির হিলফুল ফজুল যুব সংঘের সহযোগীতায় তবরুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি