ঈদে মিলাদুন্নবী উদযাপন

48

গাউছিয়া কমিটি দুবাই
গাউছিয়া কমিটি দুবাই আবির শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা গত ১৫ নভেম্বর আবির সুখ আল মদিনা রেস্টুরেন্ট হলে অনুষ্ঠিত হয়। আবির গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা আবু জাফর আল কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল মনসুরের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। প্রধান বক্তা ছিলেন ইউএই গাউছিয়া কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন ইউএই গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজম, সারজা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরী, দুবাই গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, উপদেষ্টা আবু সিদ্দিক সওদাগর, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, আবদুল কাদের, মোহাম্মদ মহিউদ্দিন, ব্যাংকার নুর মোহাম্মদ প্রমুখ। বক্তব্য দেন গাউছিয়া কমিটি আবির শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ এরশাদ, ইশতেহারুল করিম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।-ইউএই প্রতিনিধি
আইইবি, চট্টগ্রাম কেন্দ্র
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ১৬ নভেম্বর বাদ মাগরিব কেন্দ্রের মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে প্রকৌশলী সন্তানদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক প্রকৌশলী ড. মো. রফিকুল আলমের সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী প্রবীর কুমার সেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডবিøউ) প্রকৌশলী প্রবীর কুমার দে। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডীন এবং ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী, আন্দরকিল্লা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী। আলোচনা শেষে রচনায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।


পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়
রাউজানের পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) গত শনিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আজিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির উদ্দিনের পরিচালনায় অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ তারুল ইসলাম, মাওলানা জাবের উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল্লাহ আল নোমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ হোসেন মাহমুদ, তৈয়ব চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আবদুল কাইয়ুম, বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ আলী, মোহাম্মদ খালেদ, মো.মঈন উদ্দিন, সিনিয়র শিক্ষক স্বপন কান্তি দে, অসিত বরণ ধর, আতিক উল্লাহ চৌধুরী, পংকজ কুমার ধর, শুভ্রা বড়–য়া, বেবি আকতার, স্বপন দাশ, জাহেদুল আলম, রুমি দাশ।-রাউজান প্রতিনিধি
পূর্ব গহিরায় মাহফিল
রাউজানের পূর্ব গহিরা জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ১৫ নভেম্বর উদযাপন করা হয়। আল্লামা শফিকুল ইসলাম আস্ সাঈদী আলকাদেরীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন পূর্ব গহিরা জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মুহাম্মদ মনছুর মিয়া। প্রধান বক্তা ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আল্লামা ড. কে এম আবদুল মোমিন সিরাজী। বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ জামিরজুরী রজভীয়া আজিজিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আল্লামা ড. এস এ এম বোরহান উদ্দিন, মাওলানা শাহ্ ফাইজুল কবির বদরী। মুহাম্মদ নুরুল হুদার সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মুহাম্মদ মহিউদ্দীন, মসজিদ কমিটির সহ-সভাপতি কাজী মুহাম্মদ একরাম, ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা আলী আহমদ, মাওলানা মেজবাহ উদ্দিন, হাফেজ মুহাম্মদ জিয়া উদ্দিন, মাওলানা আবদুস সবুর আলকাদেরী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ শফিউল আলম কোম্পানী, মুহাম্মদ ওসমান প্রমুখ। বিজ্ঞপ্তি