ঈদে মিলাদুন্নবীর ভূমিকা অনস্বীকার্য

37

মুসলিম উম্মাহর আত্মার পরিশুদ্ধতা অর্জনে ঈদে মিলাদুন্নবী (দ.) এর ভূমিকা অনস্বীকার্য। মহান ¯্রষ্টার সর্বকালের সেরা সৃষ্টি প্রিয়নবীর (দ.) পবিত্র শুভাগমন উপলক্ষে আমার পীর ও মুর্শিদ ও আব্বাজান কেবলার প্রবর্তিত ও নির্দেশিত ঐতিহাসিক ১২ মাঘ ঈদে মিলাদুন্নবী (দ.) স্মরণে আয়োজিত ৫২ তম এ মাহফিলের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আজীবন এ মাহফিল চলবে ইনশাল্লাহ। চান্দগাঁওস্থ দরবারে বারীয়া শরীফের পীরে ত্বরিকত ও জা-নশীন খলিফা আল্লামা মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী (মজিআ) পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলে উপরোক্ত মন্তব্য করেন। গত ২৭ জানুয়ারি বাগান বাড়ীস্থ মখদুম শাহ জুলফিকার মঞ্জিলে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারতের দিল্লি দরগাহে নেজাম উদ্দীন মাহবুবে ইলাহী’র গদ্দীনশীন পীর হযরত খাজা ছৈয়দ শরীফ নেজামী (মজিআ)। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দরবারের নেজাম উদ্দীন মাহবুবে ইলাহীর শাহজাদা সৈয়দ আবদুর রেহমান নিজামী (মজিআ)। ইমাম আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (মজিআ) পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, দ্বীন ও মাযহাবের অসাধারণ খেদমত করে গেছেন ছৈয়দ আব্দুল বারী শাহজী বাবাজান কেবলা।
শাহজাদা ছৈয়দ আল্লামা আবুল মোকাররম বারীর পরিচালনায় ও ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ২ দিনব্যাপী মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তব্য রাখেন দরবারে বারীয়ার মেঝ শাহজাদা ছৈয়দ সাইফুল ইসলাম বারী, ছৈয়দ এরশাদুল বারী, মাওলানা মুফতি মাসুদ রিজভী, মাওলানা সৈয়দ খায়রুল আমিন চিশতি, মাওলানা ইব্রাহিম খলিল আড়াইহাজারী প্রমুখ। বিজ্ঞপ্তি