ঈদের পূর্বেই ঘোষিত উৎসব বোনাস প্রদানের আহবান

53

চট্টগ্রাম পোর্ট এজেন্টস স্টিভিডোরস্ এন্ড কন্ট্রাক্টরস এমপ্লয়ীজ ইউনিয়নের এক জরুরি সভা সংগঠনের স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এম.এ. ইউসুফ হায়দারের সভাপতিত্বে ১৯ মে রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মহিউদ্দিন, রশিদ আহম্মদ, সাহাবুদ্দিন বাবলু, নূরুল আজিম, নজরুল ইসলাম মজুমদার, মোস্তাফিজুর রহমান মঞ্জু, মঞ্জুর আলম, মজিবুর রহমান মজিব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বন্দরের মূল চালিকাশক্তি শ্রমিক ও স্টিভিডোরিং কর্মচারীদেরকে ঘোষিত বিশেষ উৎসব বোনাস প্রদানে বঞ্চিত করা হলে বহিঃর্নোঙরসহ চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য খালাস কাজ তড়িৎ গতিতে বন্ধ হয়ে যেতে পারে। এতে শ্রমিক ও স্টিভিডোরিং কর্মচারীরা কোন অবস্থায় দায়ী থাকিবো না। তিনি আসন্ন ঈদের পূর্বেই ঘোষিত উৎসব বোনাস প্রদানের আহবান জানান। সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বলেন, শ্রম শাখায় তালিকাভুক্ত শ্রমিক কর্মচারীরা বন্দরের মূল চালিকাশক্তি। এই অবস্থায় শ্রম শাখায় তালিকাভুক্ত বার্থ অপারেটরস্, শিপ হ্যান্ডলিং অপারেটরস্ ও টার্মিনাল অপারেটর (সাইফ পাওয়ারটেক) এর অধীনে ন্যাস্ত শ্রমিক ও স্টিভিডোরিং কর্মচারীদেরকে বন্দর দিবসে ঘোষিত জন প্রতি পঁয়ত্রিশ হাজার টাকা বিশেষ উৎসাহ বোনাস ঈদের আগেই পরিশোধ করতে হবে। বিজ্ঞপ্তি