ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

16

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। সকাল ৬টা থেকে এ্যাপসে ও ৯টা থেকে কাউন্টারে টিকিট মিলবে। প্রতিবারের মতো এবারো কালোবাজারি রোধ ও টিকিট বিক্রি কার্যক্রম মনিটরিংয়ে থাকবে ভিজিলেন্স টিম। জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশের বিশেষ টিম ও র‌্যাব স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। আজ ৭ আগস্টের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, আগামীকাল ৩০ জুলাই বিক্রি হবে ৮ আগস্টের টিকিট, ৩১ জুলাই ৯ আগস্টের,
১ আগস্ট ১০ আগস্টের, ২ আগস্ট ১১ আগস্টের টিকিট বিক্রি করা হবে। একইভাবে ৫ আগস্ট থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৪ আগস্টের ফিরতি টিকিট বিক্রি হবে। ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের, ৯ আগস্ট ১৮ আগস্টের ফিরতি টিকিট বিক্রি করা হবে।
ঈদের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে ৭ আগস্ট থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহের অফ-ডে বাতিল করা হয়েছে। ঈদের পরেই যথারীতি অফ-ডে কার্যকর হবে। অফ-ডে প্রত্যাহারের ফলে পূর্বাঞ্চল ১৯টি বিশেষ ট্রিপ হিসাবে পরিচালিত হবে।