ঈদযাত্রার ট্রেনের সব টিকিট অনলাইনে

13

ঢাকা প্রতিনিধি

আগামী ৭ এপ্রিল থেকে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি হবে। কাউন্টারে লাখো যাত্রীর ভিড়ে ভোগান্তি হয়- এ কারণ দেখিয়ে ঈদযাত্রার আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে রেলওয়ে। জনগোষ্ঠির বড় অংশ ইন্টারনেট সুবিধা বাইরে থাকলেও কাউন্টারে টিকিট বিক্রি করবে না রেলওয়ে।
গতকাল মঙ্গলবার রেলভবনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে সভায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আজ মন্ত্রী সংবাদ সম্মেলনে তা আনুষ্ঠানিকভাবে জানাবেন। সভা শেষে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি হবে না জানিয়ে তিনি বলেন, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে। সভায় ২২ এপ্রিলকে সম্ভাব্য ঈদের দিন ধরে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট অনলাইনে ৭ এপ্রিল থেকে বিক্রির সূচি তৈরি করা হয়। একইভাবে ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট।
প্রথমবারের মত এবার কাউন্টার থেকে শুধু স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকেট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রায় অনলাইনে শতভাগ টিকেট বিক্রির সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়ন হলে আগামী ১ মে থেকে ট্রেনের সব টিকিট শুদগু অনলাইনেই বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।