ইয়েমেন সৌদি জোটের হামলা, নিহত ৩১

35

সৌদি আরব নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনের আল জাওফ প্রদেশে ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ১২ জন। গত ১৫ ফেব্রুয়ারি এ হামলা চালানো হয়। এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইয়েমেনে হুথি আন্দোলন সৌদি আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন দাবি করার পর এ হামলার ঘটনা ঘটলো। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এবং সৌদি জোটের হামলা ঘটেছে একই এলাকায়। খবরে বলা হয়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) হুথিরা সৌদি আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করে। এর ঘণ্টাকয়েক পরেই এ হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং মানবিক সমন্বয়কের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্যমতে যতটুকু মনে হচ্ছে হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ হামলায় আরও ১২ জনের মতো আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের মার্চে হুথি আন্দোলনের (ইরান সমর্থিত) বিরুদ্ধে ইয়েমেনে অভিযান শুরু করে। এরপর থেকে এ জোটের হামলায় অসংখ্য ইয়েমেনি প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।